অনলাইন ডেস্ক
চীন মসজিদ বন্ধ করে ও ধ্বংস করার পর স্থাপনাগুলোকে অন্য কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ‘ইসলামের চর্চা বন্ধ করার’ কৌশল হিসেবে দেশটি এমন পদক্ষেপ নিয়েছে বলে এইচআরডব্লিউয়ের প্রতিবেদন উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় ২ কোটি মুসলমানের বাস। ‘নাস্তিক’ হিসেবে স্বীকৃত চীনে ধর্মীয় স্বাধীনতা অনুমোদিত বলে দাবি করে কর্তৃপক্ষ। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে চীনে। কারণ, বেইজিং ধর্মীয় জায়গাগুলোতেও তার নিয়ন্ত্রণ আরো বাড়াতে চায়।
এইচআরডব্লিউ চীনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মায়া ওয়াং বলেন, মসজিদ বন্ধ, ধ্বংস এবং পুনর্নির্মাণ চীনে ইসলামের চর্চা রোধের পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।
চীনের বেশিরভাগ মুসলিম দেশটির উত্তর-পশ্চিমে বাস করে, যার মধ্যে রয়েছে জিনজিয়াং, কিংহাই, গানসু এবং নিংসিয়া। চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়ান প্রদেশের উইঘুরে মুসলিমদের ওপর চীনা সরকারের নির্যাতন ও নিপীড়নের অভিযোগের কথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। তবে এসব বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং।
এইচআরডব্লিউ বলছে, নিংসিয়া অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ লিয়াওকিয়াও গ্রামে ছয়টির মধ্যে তিনটি মসজিদের গম্বুজ ও মিনার খুলে ফেলা হয়েছে। বাকিগুলোর প্রধান প্রার্থনাকক্ষ ধ্বংস করা হয়েছে। সংস্থাটির কাছে আসা স্যাটেলাইট ফুটেজে লিয়াওকিয়াও গ্রামের একটি মসজিদের গোলাকার গম্বুজ দেখা গেছে, যেটি অক্টোবর ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জানুয়ারির মাঝখানের কোনো এক সময় চীনা শৈলীর প্যাগোডা দিয়ে পাল্টে ফেলা হয়েছে।
চীনা মুসলিমদের বিষয়ে বিশেষজ্ঞ হান্না থেকার বিবিসিকে বলেন, ২০২০ সাল থেকে নিংসিয়ায় প্রায় ১ হাজার ৩০০ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এ অঞ্চলের মোট মসজিদের সংখ্যার এক-তৃতীয়াংশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের নেতা সি চিন পিংয়ের অধীনে কমিউনিস্ট পার্টি তার রাজনৈতিক মতাদর্শ এবং চীনা সংস্কৃতির সঙ্গে ধর্মগুলোর সামঞ্জস্য বিধানের চেষ্টা করে আসছে। ২০১৮ সালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি একটি নথি প্রকাশ করেছিল, যেখানে মসজিদগুলোতে ‘নিয়ন্ত্রণ এবং একত্রীকরণের’ কথা উল্লেখ করা হয়। ‘বেশি ভেঙে, কম নির্মাণের’ নীতি গ্রহণের আহ্বান জানান হয়। নথিতে মসজিদ নির্মাণ, বিন্যাস এবং এ সংক্রান্ত তহবিলকে কঠোরভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়।
এইচআরডব্লিউয়ের প্রতিবেদনে বলা হয়, তিব্বত ও জিনজিয়াংয়ে এ ধরনের দমন-পীড়ন সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং তীব্র ছিল। পরে তা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ের প্রায় দুই-তৃতীয়াংশ মসজিদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
চীনে দুটি প্রধান মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে- হুই এবং উইঘুর। যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ডেভিড স্ট্রুপের সঙ্গে হুই মুসলিমদের ওপর কাজ করা হান্না থেকার বিবিসিকে বলেন, চীনের ‘সিনিসাইজেশন’ নীতি বাস্তবায়নের জন্য নিংসিয়াকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। যেকোনো ধর্মীয় বিশ্বাসকে চীনা মোড়ক দেওয়ার সি চিন পিংয়ের নীতিকে ‘সিনিসাইজেশন’ হিসেবে বর্ণনা করেছে বিবিসি।
অন্য প্রদেশের চেয়ে নিংসিয়াতে ধর্মীয় সংস্কার এবং স্থাপনাগুলোকে চীনের সংস্কৃতির সঙ্গে একীভূত করার প্রক্রিয়া জোরদার বলে ধারণা করা হয়েছে প্রতিবেদনে।
প্রকাশ্যে অনেকে সিনিসাইজেশন নীতির বিরোধিতা করলেও সেসব প্রতিবাদ-প্রতিরোধ কোনো কাজে আসেনি। কয়েক বছর ধরে মসজিদ বন্ধ বা ভেঙে ফেলার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় মুসলিমদের সংঘর্ষের পর অনেককেই কারাগারে পাঠানো হয়েছে।
চীন মসজিদ বন্ধ করে ও ধ্বংস করার পর স্থাপনাগুলোকে অন্য কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ‘ইসলামের চর্চা বন্ধ করার’ কৌশল হিসেবে দেশটি এমন পদক্ষেপ নিয়েছে বলে এইচআরডব্লিউয়ের প্রতিবেদন উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় ২ কোটি মুসলমানের বাস। ‘নাস্তিক’ হিসেবে স্বীকৃত চীনে ধর্মীয় স্বাধীনতা অনুমোদিত বলে দাবি করে কর্তৃপক্ষ। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে চীনে। কারণ, বেইজিং ধর্মীয় জায়গাগুলোতেও তার নিয়ন্ত্রণ আরো বাড়াতে চায়।
এইচআরডব্লিউ চীনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মায়া ওয়াং বলেন, মসজিদ বন্ধ, ধ্বংস এবং পুনর্নির্মাণ চীনে ইসলামের চর্চা রোধের পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।
চীনের বেশিরভাগ মুসলিম দেশটির উত্তর-পশ্চিমে বাস করে, যার মধ্যে রয়েছে জিনজিয়াং, কিংহাই, গানসু এবং নিংসিয়া। চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়ান প্রদেশের উইঘুরে মুসলিমদের ওপর চীনা সরকারের নির্যাতন ও নিপীড়নের অভিযোগের কথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। তবে এসব বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং।
এইচআরডব্লিউ বলছে, নিংসিয়া অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ লিয়াওকিয়াও গ্রামে ছয়টির মধ্যে তিনটি মসজিদের গম্বুজ ও মিনার খুলে ফেলা হয়েছে। বাকিগুলোর প্রধান প্রার্থনাকক্ষ ধ্বংস করা হয়েছে। সংস্থাটির কাছে আসা স্যাটেলাইট ফুটেজে লিয়াওকিয়াও গ্রামের একটি মসজিদের গোলাকার গম্বুজ দেখা গেছে, যেটি অক্টোবর ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জানুয়ারির মাঝখানের কোনো এক সময় চীনা শৈলীর প্যাগোডা দিয়ে পাল্টে ফেলা হয়েছে।
চীনা মুসলিমদের বিষয়ে বিশেষজ্ঞ হান্না থেকার বিবিসিকে বলেন, ২০২০ সাল থেকে নিংসিয়ায় প্রায় ১ হাজার ৩০০ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এ অঞ্চলের মোট মসজিদের সংখ্যার এক-তৃতীয়াংশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের নেতা সি চিন পিংয়ের অধীনে কমিউনিস্ট পার্টি তার রাজনৈতিক মতাদর্শ এবং চীনা সংস্কৃতির সঙ্গে ধর্মগুলোর সামঞ্জস্য বিধানের চেষ্টা করে আসছে। ২০১৮ সালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি একটি নথি প্রকাশ করেছিল, যেখানে মসজিদগুলোতে ‘নিয়ন্ত্রণ এবং একত্রীকরণের’ কথা উল্লেখ করা হয়। ‘বেশি ভেঙে, কম নির্মাণের’ নীতি গ্রহণের আহ্বান জানান হয়। নথিতে মসজিদ নির্মাণ, বিন্যাস এবং এ সংক্রান্ত তহবিলকে কঠোরভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়।
এইচআরডব্লিউয়ের প্রতিবেদনে বলা হয়, তিব্বত ও জিনজিয়াংয়ে এ ধরনের দমন-পীড়ন সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং তীব্র ছিল। পরে তা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ের প্রায় দুই-তৃতীয়াংশ মসজিদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
চীনে দুটি প্রধান মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে- হুই এবং উইঘুর। যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ডেভিড স্ট্রুপের সঙ্গে হুই মুসলিমদের ওপর কাজ করা হান্না থেকার বিবিসিকে বলেন, চীনের ‘সিনিসাইজেশন’ নীতি বাস্তবায়নের জন্য নিংসিয়াকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। যেকোনো ধর্মীয় বিশ্বাসকে চীনা মোড়ক দেওয়ার সি চিন পিংয়ের নীতিকে ‘সিনিসাইজেশন’ হিসেবে বর্ণনা করেছে বিবিসি।
অন্য প্রদেশের চেয়ে নিংসিয়াতে ধর্মীয় সংস্কার এবং স্থাপনাগুলোকে চীনের সংস্কৃতির সঙ্গে একীভূত করার প্রক্রিয়া জোরদার বলে ধারণা করা হয়েছে প্রতিবেদনে।
প্রকাশ্যে অনেকে সিনিসাইজেশন নীতির বিরোধিতা করলেও সেসব প্রতিবাদ-প্রতিরোধ কোনো কাজে আসেনি। কয়েক বছর ধরে মসজিদ বন্ধ বা ভেঙে ফেলার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় মুসলিমদের সংঘর্ষের পর অনেককেই কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ শুল্ক। তাঁর বিশ্বাস, শুল্ক বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, চাকরি রক্ষা করা এবং কর রাজস্ব বৃদ্ধি করা সম্ভব। ট্রাম্পের এসব শুল্ক আরোপ পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার দেশ কানাডা, চীন ও মে
১ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ জমকালোভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এবার মার্কিন কংগ্রেস ভবনের অভ্যন্তরে শপথ নিতে হলেও আয়োজনে কোনো কমতি থাকেনি। তবুও ২০১৭ সালে প্রথমবারের মতো অভিষেকে যত দর্শক পেয়েছিলেন, এবার আর সেই দর্শকপ্রিয়তা পায় তাঁর...
৪১ মিনিট আগেমিয়ানমারে চলমান ব্যাপক গৃহযুদ্ধের মাঝেও নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিযোগিতা করছে চীন ও ভারত। বিশেষ করে খনিজ সম্পদকে পরিপূর্ণ বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দুই দেশের মধ্যকার প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। দুই এমন এক সময়ে এই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে যখন, রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং মার্কিন সহায়তা লাভের আশায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। ঠিক তার আগে, গতকাল মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার নতুন আক্রমণ ঠেকাতে অন্তত ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর..
১ ঘণ্টা আগে