তিব্বতে বরফধসে ৮ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ১১: ৪০
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩: ০৬

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে বরফধসে অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীন সরকার মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনের সিনহুয়া নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সিনহুয়া বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলের মধ্যবর্তী রাস্তার একটি অংশে এই বরফধসের ঘটনা ঘটেছে। বরফের নিচে অনেক মানুষ ও যানবাহন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনা কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ মানুষের সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 

আজ বৃহস্পতিবার সরকারসমর্থিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার রাতেই ১৩১জনের একটি উদ্ধারকারী দল ও ২৮টি গাড়ি ঘটনাস্থলে পাঠিয়েছে। এ ছাড়া চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ওই অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের ওই রাস্তা অন্তত ১০০ ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। বরফ খনন করে রাস্তা বের করার জন্য চীনের ইমার্জেন্সি রেসকিউ সদর দপ্তর গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ২৬৭ জন উদ্ধারকর্মীসহ ৭০টি যানবাহন, ১০টি বড় আকারের সরঞ্জাম ও ৯৯৪টি অনুসন্ধান ডিভাইস পাঠিয়েছে।

নাইংচিকে ‘তিব্বতের সুইজারল্যান্ড’ বলেন অনেকে। এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটনকেন্দ্র। স্থানটি ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত