উহান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নেই মাস্ক-সামাজিক দূরত্ব

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২১, ১৫: ৫৮
Thumbnail image

ঢাকা: চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। সেখানকার বিশ্ববিদ্যালয়েই গত রোববার স্বাস্থ্যবিধি না মেনে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্নাতক পাস করা শিক্ষার্থীদের সনদ প্রদানে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল উহান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উপস্থিত হয়েছিলেন ১১ হাজার শিক্ষার্থী। কোনো রকম মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় না রেখেই তাঁদেরকে একসঙ্গে বসতে দেখা গেছে।

সমাবর্তনের ব্যানারে শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উল্লেখ করা ছিল একটি চীনা কবিতার পংক্তি-‘এই বিশ্ব এক মহাসমুদ্র আর আমরা সবাই হচ্ছি সেই সমুদ্রে সন্তরণরত মাছ।’ সেখানে দুই হাজার ২০০ জনের বেশি এমন শিক্ষার্থী ছিল যারা গত বছর বিধিনিষেধের কারণে সমাবর্তন নিতে পারেননি।

ছবি: রয়টার্স২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় সার্স-কোভ-২ ভাইরাস যা পরবর্তীতে সাধারণভাবে স্বীকৃতি পায় নভেল করোনাভাইরাস নামে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল সেখানে। মহামারির কারণে একান্ত জরুরি সেবা ছাড়া গত এক বছরেরও বেশি সময় প্রায় সবকিছুই বন্ধ ছিল উহানে। ২০২০ সালের পুরোটাই শিক্ষা কার্যক্রম অনলাইনে চলেছে সেখানে।

গত বছরও উহান বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল। তখন সব শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত