ফিলিপাইনকে সমর্থন দিয়ে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে কানাডা, বেইজিংয়ের নিন্দা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ১১
Thumbnail image

ফিলিপাইনের প্রতি কানাডার সমর্থনকে দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে বেইজিং। সেই সঙ্গে কানাডার এমন আচরণের নিন্দাও জানিয়েছে কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয় এ খবর।

কানাডায় চীনা দূতাবাসের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর সেই অঞ্চলের দেশগুলোর সাধারণ আবাসস্থল এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেই স্থানকে তাদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা উচিত নয়।

চীনা দূতাবাসের মুখপাত্র আরও বলেন, দক্ষিণ চীন সাগর এলাকায় বাইরের দেশ হিসেবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে কানাডা। সেখানে ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে তারা। এটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির স্পষ্ট লঙ্ঘন এবং কানাডার পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

গত কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগরে সেকেন্ড থমাস শোল প্রবালপ্রাচীরকে কেন্দ্র করে চীন ও ফিলিপাইনের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। চীনা উপকূলরক্ষী ও প্রতিরক্ষা জাহাজগুলোর বিরুদ্ধে ফিলিপাইনের নৌযানগুলোয় বারবার জলকামান ছোড়ার অভিযোগ এনেছে ম্যানিলা।

পাশাপাশি, চীনের বিরুদ্ধে বিতর্কিত জলসীমার কাছে ইচ্ছাকৃতভাবে ফিলিপাইনের একটি জাহাজকে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছে ম্যানিলা। চীনের এই আচরণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ফিলিপাইনের পাশে আছে।

গত সপ্তাহে বিতর্কিত জলসীমায় একটি সংঘর্ষের ঘটনায় চীনের নিন্দা জানিয়েছে কানাডা। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বেসামরিক ও সরকারি জাহাজের বিরুদ্ধে চীন কর্তৃক গৃহীত পদক্ষেপের নিন্দা করে বিবৃতি প্রকাশ করেছিল কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করে চীন। তারা বারবার বলেছে, ফিলিপাইনের জাহাজগুলো সেই অঞ্চলে চীনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত