রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৪৩

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। ‘মিডিয়াজোনা’ নামে একটি স্বাধীন সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মস্কো টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে নিজ দেশের একটি শহর থেকে সোভিয়েত আমলের একটি স্মারক ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার পর থেকেই রাশিয়ায় ওয়ান্টেড লিস্টে ছিলেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য থাকা নারভা নামে এস্তোনিয়ার ওই শহরটি রাশিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী টাইমার পিটারকপের নামও রয়েছে। তবে এই দুজনের বিরুদ্ধে কী অভিযোগ সেই সম্পর্কে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেটাবেইসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মিডিয়াজোনা জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি পূর্ব ইউরোপের দেশগুলোর কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য ধ্বংসের বিষয়টি অন্যতম। পরবর্তীতে ক্রেমলিনও নিশ্চিত করেছে যে, স্মারক ভাস্কর্য ধ্বংস চেষ্টার জন্যই বেশ কয়েকজন বিদেশি রাজনৈতিক নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্যাসকভ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এরা সেই সব লোক যারা আমাদের দেশের ঐতিহাসিক স্মারকগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।’

এদিকে কাজা ক্যালাস এবং পিটারকপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সতর্ক বার্তায় বলেছেন—এই গ্রেপ্তারি পরোয়ানা সবে শুরু মাত্র।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থন দিয়ে আসছে এস্তোনিয়া এবং এর বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুনিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই তিনটি রাষ্ট্রই ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত