অনলাইন ডেস্ক
ঢাকা: নিজের দ্বিতীয় উপন্যাস ‘অ্যাট নাইট, অল ব্লাড ইজ ব্ল্যাক’–এ একজন তরুণের কাহিনি বর্ণনা করেছেন দাভিদ দিওপ। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে লড়েছিলেন সেই তরুণ। এবারের বুকার পুরস্কার জিতে নিয়েছে উপন্যাসটি। দাভিদ দিওপ হলেন প্রথম ফরাসি লেখক, যিনি এই পুরস্কার পেলেন। সেনেগালিজ বংশোদ্ভূত দাভিদ মূলত প্রথম বিশ্বযুদ্ধে নিজের প্রপিতামহের অভিজ্ঞতাই লিখেছেন।
৫০ হাজার পাউন্ডের এই পুরস্কার দাভিদ ও তাঁর বইয়ের অনুবাদক মার্কিন লেখক ও কবি অ্যানা মসচোভাকিসের মধ্যে ভাগ হবে। এ বছর বুকার পুরস্কারের জন্য মোট পাঁচটি বই চূড়ান্ত তালিকায় ছিল। শেষ পর্যন্ত বিচারকেরা দাভিদের উপন্যাসকেই বেছে নিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস বইটির সমালোচনায় লিখেছিল, ‘অসাধারণ উপন্যাস। প্রথম বিশ্বযুদ্ধের এক শ বছর পার করে একজন আফ্রিকান লেখক মানব ইতিহাসের রক্তের দাগ নিয়ে প্রশ্ন তুলেছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দাভিদ দিওপ সম্প্রতি বলেছেন, তাঁর প্রপিতামহ যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে স্ত্রী বা মাকে কিছু বলতেন না। তাই তিনি বিষয়টি জানতে আরও উৎসুক হয়ে পড়েন এবং তা জেনে নেন।
উপন্যাসটি নিয়ে বিচারকদের মন্তব্য—এই গল্পটি হলো প্রবল শক্তিধর দেশগুলোর যুদ্ধ, ভালোবাসা ও পাগলামির কাহিনি। দাভিদ অবশ্য এই বইয়ের জন্য ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন।
ঢাকা: নিজের দ্বিতীয় উপন্যাস ‘অ্যাট নাইট, অল ব্লাড ইজ ব্ল্যাক’–এ একজন তরুণের কাহিনি বর্ণনা করেছেন দাভিদ দিওপ। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে লড়েছিলেন সেই তরুণ। এবারের বুকার পুরস্কার জিতে নিয়েছে উপন্যাসটি। দাভিদ দিওপ হলেন প্রথম ফরাসি লেখক, যিনি এই পুরস্কার পেলেন। সেনেগালিজ বংশোদ্ভূত দাভিদ মূলত প্রথম বিশ্বযুদ্ধে নিজের প্রপিতামহের অভিজ্ঞতাই লিখেছেন।
৫০ হাজার পাউন্ডের এই পুরস্কার দাভিদ ও তাঁর বইয়ের অনুবাদক মার্কিন লেখক ও কবি অ্যানা মসচোভাকিসের মধ্যে ভাগ হবে। এ বছর বুকার পুরস্কারের জন্য মোট পাঁচটি বই চূড়ান্ত তালিকায় ছিল। শেষ পর্যন্ত বিচারকেরা দাভিদের উপন্যাসকেই বেছে নিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস বইটির সমালোচনায় লিখেছিল, ‘অসাধারণ উপন্যাস। প্রথম বিশ্বযুদ্ধের এক শ বছর পার করে একজন আফ্রিকান লেখক মানব ইতিহাসের রক্তের দাগ নিয়ে প্রশ্ন তুলেছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দাভিদ দিওপ সম্প্রতি বলেছেন, তাঁর প্রপিতামহ যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে স্ত্রী বা মাকে কিছু বলতেন না। তাই তিনি বিষয়টি জানতে আরও উৎসুক হয়ে পড়েন এবং তা জেনে নেন।
উপন্যাসটি নিয়ে বিচারকদের মন্তব্য—এই গল্পটি হলো প্রবল শক্তিধর দেশগুলোর যুদ্ধ, ভালোবাসা ও পাগলামির কাহিনি। দাভিদ অবশ্য এই বইয়ের জন্য ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন।
জোর করে নিরামিষ খাওয়াতেন প্রেমিক, সইতে না পেরে পাইলটের ‘আত্মহত্যা’—এয়ার ইন্ডিয়ার নারী পাইলট সৃষ্টি তুলি আত্মহত্যা করেছেন। প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।"
১০ ঘণ্টা আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের
১১ ঘণ্টা আগেসম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান। জেলে থাকা অবস্থায় তাঁর মা এবং চার ভাইবোন মারা গেছেন। জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও। আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন।
১২ ঘণ্টা আগে