অনলাইন ডেস্ক
প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।
প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
২১ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৩৯ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে