অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো তাঁর মিত্র এবং দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পরও রাশিয়া পরাজিত হয়নি। এ ছাড়া, তিনি জানিয়েছেন—বর্তমানে মস্কোয় অবস্থান করা বাশার আল-আসাদের সঙ্গে তিনি শিগগির সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে রাশিয়ার জনগণের সঙ্গে সরাসরি এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পুতিন এসব তথ্য জানান। এই অনুষ্ঠানে সিরিয়া ইস্যুতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পুতিন। তিনি বলেছেন, তিনি এখনো সাবেক সিরিয়ান শাসকের সঙ্গে দেখা করেননি। তবে তিনি ‘অবশ্যই তাঁর সঙ্গে কথা বলবেন’ এবং মস্কোতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন।
পুতিন উল্লেখ করেছেন, তিনি আশার আল-আসাদের কাছে যুক্তরাষ্ট্রের নিখোঁজ সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে জানতে চাইবেন। যুক্তরাষ্ট্র অস্টিন টাইসের মুক্তিকে হোয়াইট হাউস ‘শীর্ষ অগ্রাধিকার’ হিসেবে বর্ণনা করেছে।
সিরিয়ায় ২০১১ সালে আরব বসন্তের ঢেউ শুরু হওয়ার পর বিদ্রোহীদের দমনে ব্যাপক পীড়ন শুরু করেন বাশার আল-আসাদ। যা শিগগির রক্তক্ষয়ী জটিল গৃহযুদ্ধে রূপ নেয়। পরে ২০১৫ সালে রাশিয়া হস্তক্ষেপ করায় আপাতত গৃহযুদ্ধের ফলাফল বাশার আল-আসাদের পক্ষে যায়। সেই ঘটনার ৯ বছর সিরিয়ায় বিদ্রোহীর হাতে বাশার আল-আসাদের সরকারের পতন হয়।
অনেক বিশ্লেষক বলেন, মূলত বাশার আল-আসাদের পতন ত্বরান্বিত হয়েছে তাঁর দুই মিত্র রাশিয়া ও ইরান সমর্থন প্রত্যাহার করায়। এই অবস্থায় অনেকে মনে করছেন, সিরিয়ায় রাশিয়ার পরাজয় হয়েছে। অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরাজয়ের দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা সিরিয়ায় যা ঘটছে তা রাশিয়ার পরাজয় হিসেবে উপস্থাপন করতে চান। আমি আপনাদের আশ্বস্ত করছি, এমনটা নয়...আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি।’
পুতিন বলেন, ‘রাশিয়া সিরিয়ায় হস্তক্ষেপ করেছিল সেখানে একটি সন্ত্রাসী ঘাঁটি তৈরি হওয়া রোধ করতে এবং “আজ ইউরোপের অনেক দেশ ও যুক্তরাষ্ট্র তাদের (সিরিয়ার নতুন শাসকদের) সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, এটি নিছক নতুন কিছু নয়।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণকারী সব গোষ্ঠী এবং এই অঞ্চলের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আমাদের বলে যে, সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটি বজায় থাকলে তারা খুশি হবে।’ তিনি বলেন, রাশিয়া সেখানে ঘাঁটি বজায় রাখার প্রস্তাব দিয়েছে ‘মানবিক উদ্দেশ্যে।’ তবে তিনি স্বীকার করেছেন যে, বাশার সরকারের পতনের পর সিরিয়া থেকে ৪ হাজার ইরানি যোদ্ধাকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানেই পুতিন জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় আপস করতে প্রস্তুত। পাশাপাশি তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়ে বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করার ক্ষেত্রে রাশিয়ার তরফ থেকে কোনো শর্ত নেই।
পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে রাশিয়ার কোনো শর্ত নেই এবং যে কারও সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার প্রস্তুত। এমনকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও। তবে তিনি এটাও বলেন, যেকোনো চুক্তি কেবল ইউক্রেনের বৈধ কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত হতে পারে এবং বর্তমানে ক্রেমলিন ইউক্রেনের পার্লামেন্টকেই বৈধ মনে করে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো তাঁর মিত্র এবং দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পরও রাশিয়া পরাজিত হয়নি। এ ছাড়া, তিনি জানিয়েছেন—বর্তমানে মস্কোয় অবস্থান করা বাশার আল-আসাদের সঙ্গে তিনি শিগগির সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে রাশিয়ার জনগণের সঙ্গে সরাসরি এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পুতিন এসব তথ্য জানান। এই অনুষ্ঠানে সিরিয়া ইস্যুতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পুতিন। তিনি বলেছেন, তিনি এখনো সাবেক সিরিয়ান শাসকের সঙ্গে দেখা করেননি। তবে তিনি ‘অবশ্যই তাঁর সঙ্গে কথা বলবেন’ এবং মস্কোতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন।
পুতিন উল্লেখ করেছেন, তিনি আশার আল-আসাদের কাছে যুক্তরাষ্ট্রের নিখোঁজ সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে জানতে চাইবেন। যুক্তরাষ্ট্র অস্টিন টাইসের মুক্তিকে হোয়াইট হাউস ‘শীর্ষ অগ্রাধিকার’ হিসেবে বর্ণনা করেছে।
সিরিয়ায় ২০১১ সালে আরব বসন্তের ঢেউ শুরু হওয়ার পর বিদ্রোহীদের দমনে ব্যাপক পীড়ন শুরু করেন বাশার আল-আসাদ। যা শিগগির রক্তক্ষয়ী জটিল গৃহযুদ্ধে রূপ নেয়। পরে ২০১৫ সালে রাশিয়া হস্তক্ষেপ করায় আপাতত গৃহযুদ্ধের ফলাফল বাশার আল-আসাদের পক্ষে যায়। সেই ঘটনার ৯ বছর সিরিয়ায় বিদ্রোহীর হাতে বাশার আল-আসাদের সরকারের পতন হয়।
অনেক বিশ্লেষক বলেন, মূলত বাশার আল-আসাদের পতন ত্বরান্বিত হয়েছে তাঁর দুই মিত্র রাশিয়া ও ইরান সমর্থন প্রত্যাহার করায়। এই অবস্থায় অনেকে মনে করছেন, সিরিয়ায় রাশিয়ার পরাজয় হয়েছে। অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরাজয়ের দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা সিরিয়ায় যা ঘটছে তা রাশিয়ার পরাজয় হিসেবে উপস্থাপন করতে চান। আমি আপনাদের আশ্বস্ত করছি, এমনটা নয়...আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি।’
পুতিন বলেন, ‘রাশিয়া সিরিয়ায় হস্তক্ষেপ করেছিল সেখানে একটি সন্ত্রাসী ঘাঁটি তৈরি হওয়া রোধ করতে এবং “আজ ইউরোপের অনেক দেশ ও যুক্তরাষ্ট্র তাদের (সিরিয়ার নতুন শাসকদের) সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, এটি নিছক নতুন কিছু নয়।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণকারী সব গোষ্ঠী এবং এই অঞ্চলের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আমাদের বলে যে, সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটি বজায় থাকলে তারা খুশি হবে।’ তিনি বলেন, রাশিয়া সেখানে ঘাঁটি বজায় রাখার প্রস্তাব দিয়েছে ‘মানবিক উদ্দেশ্যে।’ তবে তিনি স্বীকার করেছেন যে, বাশার সরকারের পতনের পর সিরিয়া থেকে ৪ হাজার ইরানি যোদ্ধাকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানেই পুতিন জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় আপস করতে প্রস্তুত। পাশাপাশি তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়ে বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করার ক্ষেত্রে রাশিয়ার তরফ থেকে কোনো শর্ত নেই।
পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে রাশিয়ার কোনো শর্ত নেই এবং যে কারও সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার প্রস্তুত। এমনকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও। তবে তিনি এটাও বলেন, যেকোনো চুক্তি কেবল ইউক্রেনের বৈধ কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত হতে পারে এবং বর্তমানে ক্রেমলিন ইউক্রেনের পার্লামেন্টকেই বৈধ মনে করে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
৪ ঘণ্টা আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
৪ ঘণ্টা আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
৫ ঘণ্টা আগেকংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম...
৯ ঘণ্টা আগে