কৃষ্ণ সাগরে ডুবে গেছে তেলবাহী রুশ জাহাজ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি ভিডিও থেকে নেওয়া

কৃষ্ণ সাগরে রাশিয়ার দুইটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাহাজ দুটিতে ২৯ জন ক্রু মেম্বার ছিলেন। যাদের মধ্যে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র ঝড়ের মধ্যে ‘ভলগোনেফ্ট-২১২’ ও ‘ভলগোনেফ্ট-২৩৯’ নামে দুটি জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে। একটি জাহাজ মাঝ থেকে ভেঙে ডুবে যায়। আরেকটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে বেড়াচ্ছিল। কের্চ প্রণালিতে এই দুর্ঘটনা ঘটে, যা রাশিয়া এবং ক্রিমিয়ার মধ্যে বিভাজন তৈরি করেছে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ডুবে যাওয়া জাহাজ থেকে তেলের ছড়িয়ে পড়ছে। এই জাহাজগুলো প্রায় ৪ হাজার ২০০ টন তেল বহন করতে সক্ষম। তবে তেল ছড়িয়ে পড়ার মাত্রা এবং পরিবেশগত ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এই দুটি জাহাজের তেল ছড়িয়ে পড়লে মারাত্মক পরিবেশ বিপর্যয় হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডেপুটি প্রধানমন্ত্রী ভিতালি সাভেলিয়েভকে প্রধান করে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন। রুশ পরিবহন সংস্থা রসমোরেচফ্লট জানিয়েছে, উদ্ধারকাজে টাগবোট, হেলিকপ্টার এবং ৫০ জনের বেশি কর্মী অংশ নিচ্ছেন। পাশাপাশি, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

এর আগেও ২০০৭ সালে কের্চ প্রণালিতে ‘ভলগোনেফ্ট-১৩৯’ নামে একটি রুশ তেলবাহী জাহাজ ভেঙে যাওয়ার ফলে, এক হাজার টনের বেশি তেল ছড়িয়ে পড়েছিল।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পরে থেকে রাশিয়ার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। তবে রাশিয়া প্রায়শই নষ্ট ও দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা ‘ঘোস্ট ট্যাংকার’ ব্যবহার করে তেল পরিবহন করে বলে অভিযোগ রয়েছে। যা এই ধরনের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তেল ছড়িয়ে পড়ার ফলে পরিবেশগত বিপর্যয় রোধে তৎপরতা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত