Ajker Patrika

ইউক্রেনকে নব্য–নাৎসি রাষ্ট্রে পরিণত করতে চায় পশ্চিমা: লাভরভ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১: ২৬
ইউক্রেনকে নব্য–নাৎসি রাষ্ট্রে পরিণত করতে চায় পশ্চিমা: লাভরভ 

পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে একটি রুশ বিদ্বেষী নব্য–নাৎসি রাষ্ট্রে পরিণত করতে চায়। সেখানে তাঁরা নিজেদের অবস্থান পোক্ত করার মাধ্যমে রাশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চায়। স্থানীয় সময় গত মঙ্গলবার মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাৎসেৎসেগ বাৎমুখের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

লাভরভ বলেছেন, ‘ইউক্রেনে শাসকেরা কীভাবে আচরণ করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে কীভাবে নিজেদের তুলে ধরছে সেই বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরতে চাই। দুঃখজনকভাবে, যেসব গণমাধ্যম ইউক্রেনে কী ঘটছে সে বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করছে পশ্চিমারা সেসব গণমাধ্যমের পথ রুদ্ধ করার সব ধরনের চেষ্টাই করছে।’ 
 
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মঙ্গোলিয়া সফরকে দেশটিকে নিজেদের বলয়ে টানার লক্ষ্যে পরিচালিত বলে ধারণা করা হচ্ছে। বিশেষ, পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বিশ্বে এই মুহূর্তে রাশিয়া বেশ খানিকটা কোণঠাসা অবস্থায় রয়েছে। আর তাই নিজেদের বলয় বাড়িয়ে নিতেই লাভরভের এই সফর। 

বিশ্বের দুই বৃহদায়তন দেশ চীন ও রাশিয়ার সীমানা দ্বারা পরিবেষ্টিত মঙ্গোলিয়ার এর আগে দেশ দুটির সঙ্গে বেশ উষ্ণ সম্পর্কই বজায় রেখে চলেছে। তবে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও বেশ ভালো।

এই সফরে লাভরভ ও মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি কোনো দেশই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত