অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার মূল হোতা পশ্চিমা। পশ্চিমা বিশ্বের নেতারা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরও একটি ক্রুসেডের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। গতকাল শনিবার এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সোচ্চার। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর তিনি সতর্ক অবস্থান গ্রহণ করেন। কিন্তু পরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় এরদোয়ান ইসরায়েলের সমালোচনায় মুখর হন।
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘গাজায় যে গণহত্যা শুরু হয়েছে তার পেছনের মূল হোতা পশ্চিমা বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি পশ্চিমা বিশ্বের কিছু বিবেকবান মানুষের কথা বাদ দেই তাহলে গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ।’ এ সময় তিনি বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধীদের মতো আচরণ করছে।
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের নিজেকে রক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ইস্যুতে ন্যায়বিচার কোথায়?’ তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মায়া কান্না কাঁদছে কিন্তু গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চোখ বন্ধ করে রাখছে।
এরদোয়ান আরও বলেন, ‘আমরা সবাই এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ও এ ধরনের ভণ্ডামির বিরুদ্ধে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরেকটি ক্রুসেড যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সংলাপের আহ্বান শুনুন। কারণ কাউকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার মূল হোতা পশ্চিমা। পশ্চিমা বিশ্বের নেতারা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরও একটি ক্রুসেডের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। গতকাল শনিবার এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সোচ্চার। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর তিনি সতর্ক অবস্থান গ্রহণ করেন। কিন্তু পরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় এরদোয়ান ইসরায়েলের সমালোচনায় মুখর হন।
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘গাজায় যে গণহত্যা শুরু হয়েছে তার পেছনের মূল হোতা পশ্চিমা বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি পশ্চিমা বিশ্বের কিছু বিবেকবান মানুষের কথা বাদ দেই তাহলে গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ।’ এ সময় তিনি বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধীদের মতো আচরণ করছে।
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের নিজেকে রক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ইস্যুতে ন্যায়বিচার কোথায়?’ তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মায়া কান্না কাঁদছে কিন্তু গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চোখ বন্ধ করে রাখছে।
এরদোয়ান আরও বলেন, ‘আমরা সবাই এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ও এ ধরনের ভণ্ডামির বিরুদ্ধে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরেকটি ক্রুসেড যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সংলাপের আহ্বান শুনুন। কারণ কাউকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
৩ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
১ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৩ ঘণ্টা আগে