অনলাইন ডেস্ক
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা বাড়ছে লাফিয়ে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন বিধিনিষেধ আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। যাদের পক্ষে অফিসে না এসে বাড়ি থেকে কাজ করা সম্ভব, তাঁরা বাড়িতেই কাজ করবেন। অভ্যন্তরীণ যেকোনো অনুষ্ঠানে লোকসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
গত শনিবার প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক মানুষ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতেই মূলত কঠোর বিধিনিষেধের এ ঘোষণা এল।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, নতুন বছরের আগের দিন কারফিউ থাকবে না। করোনা প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারিকে মনে হচ্ছে এটি এমন এক সিনেমা, যার কোনো সমাপ্তি নেই।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, প্রতি দুই দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে।
করোনার নতুন বিধি অনুযায়ী নাইটক্লাব বন্ধ থাকবে। ক্যাফে ও বারে শুধু টেবিল সার্ভিস দেওয়া যাবে। শহরের কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক থাকবে।
নতুন বিধিনিষেধ জারি করা হলেও লকডাউনের পথে হাঁটার আপাতত পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশের স্কুলগুলো আগামী ৩ জানুয়ারি থেকে খোলার কথা রয়েছে।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা বাড়ছে লাফিয়ে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন বিধিনিষেধ আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। যাদের পক্ষে অফিসে না এসে বাড়ি থেকে কাজ করা সম্ভব, তাঁরা বাড়িতেই কাজ করবেন। অভ্যন্তরীণ যেকোনো অনুষ্ঠানে লোকসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
গত শনিবার প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক মানুষ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতেই মূলত কঠোর বিধিনিষেধের এ ঘোষণা এল।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, নতুন বছরের আগের দিন কারফিউ থাকবে না। করোনা প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারিকে মনে হচ্ছে এটি এমন এক সিনেমা, যার কোনো সমাপ্তি নেই।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, প্রতি দুই দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে।
করোনার নতুন বিধি অনুযায়ী নাইটক্লাব বন্ধ থাকবে। ক্যাফে ও বারে শুধু টেবিল সার্ভিস দেওয়া যাবে। শহরের কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক থাকবে।
নতুন বিধিনিষেধ জারি করা হলেও লকডাউনের পথে হাঁটার আপাতত পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশের স্কুলগুলো আগামী ৩ জানুয়ারি থেকে খোলার কথা রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৯ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে