অনলাইন ডেস্ক
উত্তাল হয়ে উঠেছে সার্বিয়া। গত রোববার থেকে ফুঁসে উঠেছে দেশটির ছাত্র–জনতা। গত নভেম্বরে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ায় সরকারকে দায়-দায়িত্ব নেওয়ার দাবিতে গত রোববার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য সরকারকে দায়–দায়িত্ব নিতে হবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। দেশব্যাপী বিক্ষোভকালে অনেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগ এনেছেন।
ছাত্ররা নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালন করে। নীরবতার পর ‘বিক্ষোভকারীরা শিস এবং ভুভুজেলা’ বাজিয়ে স্লাভিজা স্কয়ার দখল করে। এই সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ২৯ হাজার লোক অংশ নিয়েছিল।
বিক্ষোভকারীরা ‘রাষ্ট্র হলো শিশুদের সম্পত্তি’ এবং ‘বিক্ষোভ হলো পরীক্ষা’ লেখা সংবলিত ব্যানার নিয়ে প্রধানমন্ত্রী এবং নোভি সাদের মেয়রের পদত্যাগ দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ও দাবি জানিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাজার (২৪) বলেছেন, ‘ছাত্রদের সব কটি দাবি সরকারকে মেনে নিতে হবে। ছাত্রদের এই বিক্ষোভ কর্মসূচিতে কৃষক, অভিনেতা ও সর্বস্তরের জনগণ অংশ নিয়েছিলেন।
পেনশনভোগী নেনাদ রাদোভানোভিচ বলেছেন, ‘এই মুহূর্তে শিক্ষার্থীদের সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি।’
ছাত্ররা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ রাখার এবং আগের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।
এদিকে, বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করার জন্য কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার শুক্রবার শীতকালীন ছুটি ঘোষণা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখে বলেছে, তাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদেই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে।
উত্তাল হয়ে উঠেছে সার্বিয়া। গত রোববার থেকে ফুঁসে উঠেছে দেশটির ছাত্র–জনতা। গত নভেম্বরে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ায় সরকারকে দায়-দায়িত্ব নেওয়ার দাবিতে গত রোববার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য সরকারকে দায়–দায়িত্ব নিতে হবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। দেশব্যাপী বিক্ষোভকালে অনেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগ এনেছেন।
ছাত্ররা নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালন করে। নীরবতার পর ‘বিক্ষোভকারীরা শিস এবং ভুভুজেলা’ বাজিয়ে স্লাভিজা স্কয়ার দখল করে। এই সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ২৯ হাজার লোক অংশ নিয়েছিল।
বিক্ষোভকারীরা ‘রাষ্ট্র হলো শিশুদের সম্পত্তি’ এবং ‘বিক্ষোভ হলো পরীক্ষা’ লেখা সংবলিত ব্যানার নিয়ে প্রধানমন্ত্রী এবং নোভি সাদের মেয়রের পদত্যাগ দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ও দাবি জানিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাজার (২৪) বলেছেন, ‘ছাত্রদের সব কটি দাবি সরকারকে মেনে নিতে হবে। ছাত্রদের এই বিক্ষোভ কর্মসূচিতে কৃষক, অভিনেতা ও সর্বস্তরের জনগণ অংশ নিয়েছিলেন।
পেনশনভোগী নেনাদ রাদোভানোভিচ বলেছেন, ‘এই মুহূর্তে শিক্ষার্থীদের সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি।’
ছাত্ররা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ রাখার এবং আগের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।
এদিকে, বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করার জন্য কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার শুক্রবার শীতকালীন ছুটি ঘোষণা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখে বলেছে, তাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদেই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে