Ajker Patrika

রাশিয়ার সঙ্গে মীমাংসা করতে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব, ভয় জেলেনস্কির 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১০: ১৬
রাশিয়ার সঙ্গে মীমাংসা করতে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব, ভয় জেলেনস্কির 

রাশিয়ার সঙ্গে সংকট সমাধানে একটি মীমাংসা করতে ইউক্রেনকে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব। এমনটাই আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘যখন কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলমান, ঠিক সেই পরিস্থিতিতে জনাব জেলেনস্কি গত বুধবার তাঁর রাষ্ট্রদূতদের বলেছেন যে পরিস্থিতি আরও কঠিন হতে যাচ্ছে। কারণ আগামী মাসগুলোতে শান্তির জন্য (রাশিয়ার সঙ্গে) একটি আলোচনার পথ খুঁজে পেতে পশ্চিমা চাপ তৈরি হতে পারে।’

সৌদি আরবে শুরু হওয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরুর কয়েক দিন আগে কিয়েভে হয়ে যাওয়া ইউক্রেনের কূটনীতিকদের সম্মেলনকে একটি ‘জরুরি কৌশলগত অধিবেশন’ হিসেবে বর্ণনা করেছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে কিয়েভের ওই সম্মেলনকে রাশিয়ার ওপর বৈদেশিক চাপ তৈরির প্রক্রিয়ার সূতিকাগার হিসেবে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, ‘আগামী মাসগুলোতে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেন একটি বড় কূটনৈতিক ধাক্কা দিতে প্রস্তুত হচ্ছে। এই বৈঠক হলো সেই ধাক্কার শুরু।’ 

জেলেনস্কি কূটনীতিকদের উদ্দেশে বলেন যে, কূটনীতিকদের অবশ্যই তাঁদের কাছে যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তার উপযুক্ত ব্যবহার করতে হবে। বিশেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, সাংস্কৃতিক কূটনীতি এবং সাধারণ মানুষের আন্তরিকতার শক্তি—সব ব্যবহার করতে হবে, যাতে মিত্র এবং নিরপেক্ষ দেশগুলো বোঝাতে যে, স্থায়ী শান্তির একমাত্র রাস্তা হলো রাশিয়ার সম্পূর্ণ পরাজয়।’ 

এদিকে জেদ্দায় শুরু হওয়া ইউক্রেনের শান্তিসংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগদানকারী অনেক দেশই এই সংকটে পক্ষ নেওয়ার জন্য মার্কিন চাপকে আটকে দিয়েছে। দেশগুলো এই বিরোধকে দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা হিসেবে দেখেছে, যাতে তারা অংশ নিতে চায় না। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার উপদেষ্টা সেলসো আমোরিম বলেছেন, ‘এটি শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ নয়; এটি রাশিয়া ও পশ্চিমের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতার একটি অধ্যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

সারা জীবন ‘একজনের কাছে কৃতজ্ঞ’ থাকবেন তামিম, কে তিনি

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত