ফিনল্যান্ডে স্কুলে সহপাঠীকে গুলি করে হত্যা করল ১২ বছরের কিশোর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০: ১১

ফিনল্যান্ডের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। হতাহত ও হামলাকারী সবার বয়স ১২। আজ মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী হেলসিংকির উত্তরে ভানতার ভিয়েরটোলা স্কুলের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

অভিভাবকরা ফিনিশ গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানী হেলসিঙ্কির উত্তরে ভান্তার ভিয়েরটোলা স্কুলের একটি শ্রেণীকক্ষে এই হামলা চালানো হয়েছে। 

পুলিশ জানিযেছে, ঘটনার ৯ মিনিটের মধ্যে স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

এ ঘটনায়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে ১২ বছরের এক কিশোরকে আটক করেছে। হামলার পর সে পালিয়ে গিয়েছিল। পরে সকাল ১০টার দিকে রাজধানী হেলসিঙ্কির উত্তর সিলতামাকি জেলা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর হামলার কথা স্বীকার করেছে। তাকে সোশ্যাল সার্ভিসের কেয়ারে পাঠানো হবে। বয়স খুব কম হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না। তবে কী কারণে শিশুটি তার সমবয়সী অন্য শিশুদের গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সে যে পিস্তলটি ব্যবহার করেছে সেটি বৈধ এবং তার এক আত্মীয়ের। 

কিশোরকে গ্রেপ্তারের পর স্কুলের অধ্যক্ষ সারি লাসিলা বলেন, ‘তাৎক্ষণিক বিপদ কেটে গেছে।’ তবে তিনি এ ঘটনার বিষয়ে আরও কোনো মন্তব্য করতে রাজি হননি। 

দেশটির প্রধানমন্ত্রী পেটেরি অর্পো এই হামলাকে গভীরভাবে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশাপাশি স্কুলের সকলের সাথে তার সমর্থন রয়েছে বলে জানান তিনি। 

স্থানীয় পৌরসভা জানিয়েছে, স্কুলটিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৮০০ শিক্ষার্থী পড়ালেখা করে এবং শিক্ষকসহ মোট কর্মীর সংখ্যা প্রায় ৯০ জন। ভানতা ফিনল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর। সেখানে দুই লাখ ৪০ হাজার মানুষ বাস করেন। 

সম্প্রতি ফিনল্যান্ডে গোলাগুলির বিভিন্ন ঘটনার কারণে অস্ত্র আইন কঠোর করা হয়েছে। দেশটিতে বৈধ অস্ত্র পেতে কমপক্ষে ১৮ বছর হতে হবে। কিন্তু ১৫ বছরের বেশি বয়সী যে কেউ তাদের অভিভাবকের সম্মতি সাপেক্ষে অন্য কারও অস্ত্র ব্যবহারের অনুমতির জন্য আবেদন করতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত