অনলাইন ডেস্ক
পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা গেছেন। ১১৭ বছর বয়স্ক এই নারীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ১১৭ বছর ১৬৮ দিন বয়সে তাঁর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বের ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক মোরেরা।
‘স্পেনের কাতালোনিয়ায় একটি নার্সিং হোমে শান্তিতে মৃত্যুবরণ করেছেন মারিয়া। গত দুই দশক ধরে সেখানেই বাস করছিলেন তিনি।’ বলা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবৃতিটিতে। সেখানে আরও জানানো হয়, গত সোমবার তাঁর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মোরেরার পরিবার এক্সে (আগের টুইটার) একটি পোস্টে তাঁর মারা যাওয়ার বিষয়টি জানায়।
সিএনএন জানিয়েছে, পরিবারটি পোস্টটিতে আরও উল্লেখ করে, মারা যাওয়ার অল্প আগে মোরেরা তাঁদের বলেন, ‘ঠিক কখন আমি জানি না, তবে খুব দ্রুতই এই লম্বা পথ চলার সমাপ্তি হতে যাচ্ছে। মৃত্যু আমাকে অনেক বেশি বেঁচে থাকার জন্য জীর্ণ অবস্থা খুঁজে পাবে। কিন্তু আমি চাই এটি আমাকে হাসিখুশি, মুক্ত এবং সন্তুষ্ট অবস্থায় খুঁজে পাক।’
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন মোরেরা।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
গিনেস বুকের হিসাবে এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি জ্যঁ লুইস ক্যালম। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়ি ক্যালম বেঁচে ছিলেন ১২২ বছর ১৬৪ দিন।
পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা গেছেন। ১১৭ বছর বয়স্ক এই নারীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ১১৭ বছর ১৬৮ দিন বয়সে তাঁর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বের ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক মোরেরা।
‘স্পেনের কাতালোনিয়ায় একটি নার্সিং হোমে শান্তিতে মৃত্যুবরণ করেছেন মারিয়া। গত দুই দশক ধরে সেখানেই বাস করছিলেন তিনি।’ বলা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবৃতিটিতে। সেখানে আরও জানানো হয়, গত সোমবার তাঁর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মোরেরার পরিবার এক্সে (আগের টুইটার) একটি পোস্টে তাঁর মারা যাওয়ার বিষয়টি জানায়।
সিএনএন জানিয়েছে, পরিবারটি পোস্টটিতে আরও উল্লেখ করে, মারা যাওয়ার অল্প আগে মোরেরা তাঁদের বলেন, ‘ঠিক কখন আমি জানি না, তবে খুব দ্রুতই এই লম্বা পথ চলার সমাপ্তি হতে যাচ্ছে। মৃত্যু আমাকে অনেক বেশি বেঁচে থাকার জন্য জীর্ণ অবস্থা খুঁজে পাবে। কিন্তু আমি চাই এটি আমাকে হাসিখুশি, মুক্ত এবং সন্তুষ্ট অবস্থায় খুঁজে পাক।’
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন মোরেরা।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
গিনেস বুকের হিসাবে এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি জ্যঁ লুইস ক্যালম। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়ি ক্যালম বেঁচে ছিলেন ১২২ বছর ১৬৪ দিন।
সৌদি আরবের প্রবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের জন্য এখন থেকে নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক। শ্রম আইন সংস্কারের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিয়োগকর্তার দায়িত্ব নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেশরীরের উচ্চতা দিয়ে দুজনই বিশ্ব রেকর্ড গড়েছেন। এবার গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডের ৭০ তম সংস্করণেও ‘আইকন’ হিসেবে সম্মানিত করা হয়েছে তাঁদের দুজনকে। বিশ্বখ্যাত এই দুই নারীর মধ্যে রুমেইসা গেলিগো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নারীর স্বীকৃতি পেয়েছেন আর জ্যোতি আমগে হলেন পৃথিবীর সবচেয়ে খাটো নারী।
১ ঘণ্টা আগেইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস...
২ ঘণ্টা আগেপশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। এক মিলিয়ন পাউন্ডের এই লটারি তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তিনি প্রায় দুই মাস পর জানতে পেরেছিলেন...
২ ঘণ্টা আগে