১১৭ বছর বয়সে মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৩: ৩১
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৪: ২৪

পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা গেছেন। ১১৭ বছর বয়স্ক এই নারীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে তাঁর পরিবার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ১১৭ বছর ১৬৮ দিন বয়সে তাঁর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বের ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক মোরেরা।

‘স্পেনের কাতালোনিয়ায় একটি নার্সিং হোমে শান্তিতে মৃত্যুবরণ করেছেন মারিয়া। গত দুই দশক ধরে সেখানেই বাস করছিলেন তিনি।’ বলা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবৃতিটিতে। সেখানে আরও জানানো হয়, গত সোমবার তাঁর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মোরেরার পরিবার এক্সে (আগের টুইটার) একটি পোস্টে তাঁর মারা যাওয়ার বিষয়টি জানায়।

সিএনএন জানিয়েছে, পরিবারটি পোস্টটিতে আরও উল্লেখ করে, মারা যাওয়ার অল্প আগে মোরেরা তাঁদের বলেন, ‘ঠিক কখন আমি জানি না, তবে খুব দ্রুতই এই লম্বা পথ চলার সমাপ্তি হতে যাচ্ছে। মৃত্যু আমাকে অনেক বেশি বেঁচে থাকার জন্য জীর্ণ অবস্থা খুঁজে পাবে। কিন্তু আমি চাই এটি আমাকে হাসিখুশি, মুক্ত এবং সন্তুষ্ট অবস্থায় খুঁজে পাক।’

তরুণী বয়সে মারিয়া ব্রানিয়াস মোরেরা। ছবি: টুইটারমোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন মোরেরা।

১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।

গিনেস বুকের হিসাবে এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি জ্যঁ লুইস ক্যালম। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়ি ক্যালম বেঁচে ছিলেন ১২২ বছর ১৬৪ দিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত