অনলাইন ডেস্ক
রাশিয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন সংঘাত সমাধানের পরিকল্পনা শুনতে আগ্রহী, তবে এখনো কোনো স্পষ্ট প্রস্তাব পায়নি। এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ক্ষমতায় গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবেন। তবে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে ট্রাম্প বা তার দলের সঙ্গে মস্কোর এ বিষয়ে কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন র্যাবকভ।
উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টের প্রস্তাবগুলো পরীক্ষা করবে, তবে মস্কো তার প্রধান জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপস করবে না।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘রাশিয়া এবং কিয়েভের মধ্যে আপসের সম্ভাবনা এখন শূন্য। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।’
রাশিয়ার এই মন্ত্রী আরও বলেন, ‘কিয়েভের লোকজন যখন বুঝতে শুরু করবে যে, রাশিয়া তাদের প্রস্তাবিত পথে যাবে না—তখনই হয়তো নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া ও পশ্চিমের মধ্যে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা স্নায়ুযুদ্ধের শীর্ষ সময়ের চেয়েও নজিরবিহীন পর্যায়ে রয়েছে।’ তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকি দিন দিন বাড়ছে।
তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কোনো ‘জাদুকরী সমাধান’ নেই এবং পশ্চিমাদের সাধারণ জ্ঞান, সংযম এবং ‘স্থিতিশীল বিশ্লেষণের’ অভাব আছে। একই সঙ্গে রাশিয়ার নিরাপত্তার স্বার্থ রক্ষার দৃঢ় সংকল্পকে তারা অবমূল্যায়ন করছে।
র্যাবকভ বলেন, ‘আমরা আমাদের সংবেদনশীলতা হারাইনি। আমরা কোনো প্ররোচনায় পা দেব না।’ তিনি যোগ করেন, ‘রাশিয়ার সহনশীলতা ও দৃঢ় ইচ্ছা যা দিয়ে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, আমেরিকা যত অর্থই খরচ করুক না কেন, বা ইউরোপীয় ইউনিয়ন কী করতে চায়। আমরা সেখানে জয়ী হব, এতে কোনো সন্দেহ নেই।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র মস্কোকে সীমাহীন চাপ দেওয়ার কৌশল থেকে সরে না আসে, তবে রাশিয়া আরও শক্তিশালী সামরিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হতে পারে।’
রাশিয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন সংঘাত সমাধানের পরিকল্পনা শুনতে আগ্রহী, তবে এখনো কোনো স্পষ্ট প্রস্তাব পায়নি। এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ক্ষমতায় গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবেন। তবে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে ট্রাম্প বা তার দলের সঙ্গে মস্কোর এ বিষয়ে কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন র্যাবকভ।
উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টের প্রস্তাবগুলো পরীক্ষা করবে, তবে মস্কো তার প্রধান জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপস করবে না।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘রাশিয়া এবং কিয়েভের মধ্যে আপসের সম্ভাবনা এখন শূন্য। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।’
রাশিয়ার এই মন্ত্রী আরও বলেন, ‘কিয়েভের লোকজন যখন বুঝতে শুরু করবে যে, রাশিয়া তাদের প্রস্তাবিত পথে যাবে না—তখনই হয়তো নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘রাশিয়া ও পশ্চিমের মধ্যে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা স্নায়ুযুদ্ধের শীর্ষ সময়ের চেয়েও নজিরবিহীন পর্যায়ে রয়েছে।’ তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকি দিন দিন বাড়ছে।
তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কোনো ‘জাদুকরী সমাধান’ নেই এবং পশ্চিমাদের সাধারণ জ্ঞান, সংযম এবং ‘স্থিতিশীল বিশ্লেষণের’ অভাব আছে। একই সঙ্গে রাশিয়ার নিরাপত্তার স্বার্থ রক্ষার দৃঢ় সংকল্পকে তারা অবমূল্যায়ন করছে।
র্যাবকভ বলেন, ‘আমরা আমাদের সংবেদনশীলতা হারাইনি। আমরা কোনো প্ররোচনায় পা দেব না।’ তিনি যোগ করেন, ‘রাশিয়ার সহনশীলতা ও দৃঢ় ইচ্ছা যা দিয়ে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, আমেরিকা যত অর্থই খরচ করুক না কেন, বা ইউরোপীয় ইউনিয়ন কী করতে চায়। আমরা সেখানে জয়ী হব, এতে কোনো সন্দেহ নেই।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র মস্কোকে সীমাহীন চাপ দেওয়ার কৌশল থেকে সরে না আসে, তবে রাশিয়া আরও শক্তিশালী সামরিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হতে পারে।’
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আর এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় শহর কাজানে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।
২ ঘণ্টা আগেসিরিয়ায় বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে
২ ঘণ্টা আগেসম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্টের ইরাস ট্যুর। বিশ্বসংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে।
৩ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জলপথ পানামা খালের মালিকা পানামা কর্তৃপক্ষের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, পানামা কর্তৃপক্ষ মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোর ওপর অত্যধিক ফি আরোপ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
৩ ঘণ্টা আগে