Ajker Patrika

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান একটা ভয়াবহ সিদ্ধান্ত: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান একটা ভয়াবহ সিদ্ধান্ত: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

ইতালি চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগদান করে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি রপ্তানি বাড়াতে তেমন কোনো সাহায্যই করেনি। আজ রোববার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রাসেটো এ মন্তব্য করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পূর্ববর্তী সরকার বিআরআই-এ যোগ দেয়। একমাত্র বড় পশ্চিমা দেশ হিসেবে বিআরআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। তবে বর্তমান সরকারের একটি বড় অংশই চায় ইতালি এই চুক্তি থেকে সরে আসুক। গুইডো ক্রাসেটো সরকারের সেই অংশেরই প্রতিনিধি। 

বিআরআই বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে চীনকে পুরোনো সিল্ক রোডের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনকে যুক্ত করতে চায়। তবে সমালোচকেরা একে চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছেন। 

ক্রাসেটো বলেন, ‘সিল্ক রোডে যোগদানের সিদ্ধান্তটি ছিল একটি ভয়াবহ সিদ্ধান্ত। এটি ইতালিতে চীনের রপ্তানি বহুগুণ বাড়ালেও চীনে ইতালির রপ্তানিতে একইভাবে প্রভাবিত করেনি।’ 

তিনি আরও বলেন, ‘আজকের ইস্যু হলো কীভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে বিআরআই থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেইজিং আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারও।’ 

এর আগে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার সরকার বিআরআই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তিনি শিগগিরই বেইজিং ভ্রমণ করবেন বলেও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত