তুরস্কের রাস্তাগুলো থেকে নেড়ি কুকুর সরিয়ে নিতে একটি আইন পাশ করা হয়েছে। তবে কুকুরগুলোকে কেবল রাস্তা থেকে সরানোই হবে না, সেগুলোকে আশ্রয় কেন্দ্রেও পাঠানো হবে। আজ মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ লক্ষ্যে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির প্রস্তাবিত আইন অনুযায়ী, শহরগুলোর কর্তৃপক্ষ কাজ হবে কুকুরগুলোকে রাস্তা থেকে সরিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। তবে কোনো কুকুর আক্রমণাত্মক আচরণ করলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সেটিকে মেরে ফেলা হবে।
আগের আইন অনুসারে, কর্তৃপক্ষ সড়কের কুকুরগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে টিকা দেওয়ার পাশাপাশি সন্তান জন্মদানে অক্ষম করে ছেড়ে দিত। কিন্তু নতুন আইনে কুকুরগুলোকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। খসড়া বিল অনুসারে, তুরস্কের কুকুরের সংখ্যা আনুমানিক ৪০ লাখ। গত ২০ বছরে প্রায় ২৫ লাখ কুকুরকে খোজা করেছে কর্তৃপক্ষ। আশপাশের বাসিন্দারা প্রায়ই এসব নেড়ি কুকুরের যত্ন নেন ও পোষা প্রাণীর মতো আচরণ করেন।
তুরস্কে বর্তমানে ৩২২টি পশু আশ্রয়কেন্দ্র আছে। এগুলোতে ১ লাখ ৫০ হাজার কুকুর রাখার সক্ষমতা আছে। তাদের পুনর্বাসন পরিষেবা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বাজেটে দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। আইনে বলা হয়েছে, নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বর্তমান আশ্রয়কেন্দ্রগুলোর উন্নতির জন্য কর্তৃপক্ষকে ২০২৮ সাল পর্যন্ত সময় দেওয়া হবে।
তবে লাখ লাখ নেড়ি কুকুরকে আটক করে আশ্রয়কেন্দ্রে পাঠানোর এমন পরিকল্পনায় খেপেছে তুরস্কের পশুপ্রেমীরা। তাঁরা বলছেন, কুকুরগুলোকে গণহারে বাচ্চা জন্মদানে অক্ষম করে দেওয়া এর চেয়ে ভালো সমাধান। গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে, এ সময় ঘটেছে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও।
তুরস্কের রাস্তাগুলো থেকে নেড়ি কুকুর সরিয়ে নিতে একটি আইন পাশ করা হয়েছে। তবে কুকুরগুলোকে কেবল রাস্তা থেকে সরানোই হবে না, সেগুলোকে আশ্রয় কেন্দ্রেও পাঠানো হবে। আজ মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ লক্ষ্যে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির প্রস্তাবিত আইন অনুযায়ী, শহরগুলোর কর্তৃপক্ষ কাজ হবে কুকুরগুলোকে রাস্তা থেকে সরিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। তবে কোনো কুকুর আক্রমণাত্মক আচরণ করলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সেটিকে মেরে ফেলা হবে।
আগের আইন অনুসারে, কর্তৃপক্ষ সড়কের কুকুরগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে টিকা দেওয়ার পাশাপাশি সন্তান জন্মদানে অক্ষম করে ছেড়ে দিত। কিন্তু নতুন আইনে কুকুরগুলোকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। খসড়া বিল অনুসারে, তুরস্কের কুকুরের সংখ্যা আনুমানিক ৪০ লাখ। গত ২০ বছরে প্রায় ২৫ লাখ কুকুরকে খোজা করেছে কর্তৃপক্ষ। আশপাশের বাসিন্দারা প্রায়ই এসব নেড়ি কুকুরের যত্ন নেন ও পোষা প্রাণীর মতো আচরণ করেন।
তুরস্কে বর্তমানে ৩২২টি পশু আশ্রয়কেন্দ্র আছে। এগুলোতে ১ লাখ ৫০ হাজার কুকুর রাখার সক্ষমতা আছে। তাদের পুনর্বাসন পরিষেবা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বাজেটে দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। আইনে বলা হয়েছে, নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বর্তমান আশ্রয়কেন্দ্রগুলোর উন্নতির জন্য কর্তৃপক্ষকে ২০২৮ সাল পর্যন্ত সময় দেওয়া হবে।
তবে লাখ লাখ নেড়ি কুকুরকে আটক করে আশ্রয়কেন্দ্রে পাঠানোর এমন পরিকল্পনায় খেপেছে তুরস্কের পশুপ্রেমীরা। তাঁরা বলছেন, কুকুরগুলোকে গণহারে বাচ্চা জন্মদানে অক্ষম করে দেওয়া এর চেয়ে ভালো সমাধান। গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে, এ সময় ঘটেছে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
৫ ঘণ্টা আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
৫ ঘণ্টা আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
৫ ঘণ্টা আগেকংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম...
৯ ঘণ্টা আগে