অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’
নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে জাদুঘরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাহিরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিষ্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিষ্টপূর্ব ৫ম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া: স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
চুরির কারণে জাদুঘরটি সপ্তাহান্তে বন্ধ রাখা হয়। বিস্ফোরণের ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতিমধ্যে ৫০ টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং অভিযুক্ত চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এই ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘গত রাতের এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো ঘটনা ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’
মিয়ানমারে গত শুক্রবার দুপুরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। কাঁপুনি অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত। মিয়ানমারের জান্তা সরকারের বরাতে গতকাল শনিবার বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭ জনে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গ্রিনল্যান্ডের জন্য ডেনমার্কের বদলে মার্কিন নিরাপত্তা ছাতার নিচে আসা ভালো হবে। তবে ওয়াশিংটন বিশ্বাস করে, অঞ্চলটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো বলপ্রয়োগের প্রয়োজন হবে না। গত শুক্রবার গ্রিনল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের পিটুফিক ঘাঁটিতে...
৫ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন ২ এপ্রিল থেকে কানাডার সফটউড লাকড়ির ওপর শুল্ক প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২৭ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে। সম্ভাব্য নতুন শুল্ক আরোপের ফলে সফটউড লাকড়ির মূল্য ৫০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। এতে টয়লেট পেপার এবং পেপার টাওয়েল তৈরিতে ব্যবহৃত কানাডার নর্দার্ন ব্লিচড সফটউড ক্র্যাফট পাল্পের (এনবিএস
৮ ঘণ্টা আগেমিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে। প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছে অন্তত ১০ জন। এদিকে আজ শনিবার থেকে বিভিন্ন বিদেশি উদ্ধারকারী দলগুলোকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সহায়তাও দেওয়া শুরু হয়ে গেছে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে।
৯ ঘণ্টা আগে