অনলাইন ডেস্ক
সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ৪০০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭৮২ কোটি টাকা।
ভ্যারাইটি জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়।
জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে।
গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই বাধা হয়েছিল পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে দ্বন্দ্ব। গত বছর তাঁদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তাঁরা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এই সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে।
গানের স্বত্ব কিনে নিতে সনি মিউজিক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান পিংক ফ্লয়েডের সঙ্গে আলোচনা শুরু করেছিল চলছিল। তবে পিংক ফ্লয়েড আলোচনা এগিয়েছে সনি মিউজিকের সঙ্গেই।
পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল ‘দ্য ডিভিশন বেল’, যা মুক্তি পায় ১৯৯৪ সালে।
জানা গেছে, আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্বও কিনতে চাইছে সনি মিউজিক। এই স্বত্ব কিনে নিতে তাঁরা এক বিলিয়ন ডলার ব্যয় করতেও রাজি আছে। এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গানের স্বত্ব কিনেছিল সংস্থাটি। নোবেল জয়ী শিল্পী বব ডিলানও এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ।
সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ৪০০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭৮২ কোটি টাকা।
ভ্যারাইটি জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়।
জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে।
গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই বাধা হয়েছিল পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে দ্বন্দ্ব। গত বছর তাঁদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তাঁরা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এই সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে।
গানের স্বত্ব কিনে নিতে সনি মিউজিক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান পিংক ফ্লয়েডের সঙ্গে আলোচনা শুরু করেছিল চলছিল। তবে পিংক ফ্লয়েড আলোচনা এগিয়েছে সনি মিউজিকের সঙ্গেই।
পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল ‘দ্য ডিভিশন বেল’, যা মুক্তি পায় ১৯৯৪ সালে।
জানা গেছে, আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্বও কিনতে চাইছে সনি মিউজিক। এই স্বত্ব কিনে নিতে তাঁরা এক বিলিয়ন ডলার ব্যয় করতেও রাজি আছে। এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গানের স্বত্ব কিনেছিল সংস্থাটি। নোবেল জয়ী শিল্পী বব ডিলানও এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
৪ ঘণ্টা আগে