সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ৪০০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭৮২ কোটি টাকা।
ভ্যারাইটি জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়।
জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে।
গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই বাধা হয়েছিল পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে দ্বন্দ্ব। গত বছর তাঁদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তাঁরা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এই সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে।
গানের স্বত্ব কিনে নিতে সনি মিউজিক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান পিংক ফ্লয়েডের সঙ্গে আলোচনা শুরু করেছিল চলছিল। তবে পিংক ফ্লয়েড আলোচনা এগিয়েছে সনি মিউজিকের সঙ্গেই।
পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল ‘দ্য ডিভিশন বেল’, যা মুক্তি পায় ১৯৯৪ সালে।
জানা গেছে, আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্বও কিনতে চাইছে সনি মিউজিক। এই স্বত্ব কিনে নিতে তাঁরা এক বিলিয়ন ডলার ব্যয় করতেও রাজি আছে। এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গানের স্বত্ব কিনেছিল সংস্থাটি। নোবেল জয়ী শিল্পী বব ডিলানও এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ।
সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ৪০০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭৮২ কোটি টাকা।
ভ্যারাইটি জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়।
জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে।
গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই বাধা হয়েছিল পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে দ্বন্দ্ব। গত বছর তাঁদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তাঁরা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এই সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে।
গানের স্বত্ব কিনে নিতে সনি মিউজিক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান পিংক ফ্লয়েডের সঙ্গে আলোচনা শুরু করেছিল চলছিল। তবে পিংক ফ্লয়েড আলোচনা এগিয়েছে সনি মিউজিকের সঙ্গেই।
পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল ‘দ্য ডিভিশন বেল’, যা মুক্তি পায় ১৯৯৪ সালে।
জানা গেছে, আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্বও কিনতে চাইছে সনি মিউজিক। এই স্বত্ব কিনে নিতে তাঁরা এক বিলিয়ন ডলার ব্যয় করতেও রাজি আছে। এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গানের স্বত্ব কিনেছিল সংস্থাটি। নোবেল জয়ী শিল্পী বব ডিলানও এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ।
‘ট্রাম্পকে থামান, বিচার বিভাগ বাঁচান’, ‘ট্রাম্প নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাঁকে বেছে নিয়েছেন পুতিন’, ‘ইলন মাস্ককে মঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক’। এগুলো প্ল্যাকার্ডের লেখা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে এসব
১১ ঘণ্টা আগেগত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এ সময় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই কূটনেতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।’ তবে ট্রাম্পের হুমকির পরও তাঁর আলোচনার প্রস্তাব
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত বুধবার রোজ গার্ডেনে আমদানির ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্
১২ ঘণ্টা আগেদীর্ঘ ২৭ বছর পর ফের ভোটাভুটির সাক্ষী থাকল সিপিএমের পার্টি কংগ্রেস। ১৯৯৮ সালে কলকাতার নজরুল মঞ্চে শেষবার কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ এবং সংগঠনে নারীদের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছিল। এবার তামিলনাড়ুর মাদুরাইয়ে নেতা নির্বাচনে ভোটাভুটির করল সিপিএম।
১৬ ঘণ্টা আগে