ওশোর আশ্রমে শৈশবে ৫০ বার ধর্ষিত হওয়ার স্মৃতিচারণ করলেন ব্রিটিশ নারী

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩২
Thumbnail image

ব্রিটিশ নারী প্রেম সারগামের (ওশোর আশ্রমে প্রদত্ত নাম) বয়স এখন ৫৪ বছর। পারিবারিক সূত্রে শৈশবে তিনি ভারতীয় আধ্যাত্মিক গুরু ওশোর কাছে দীক্ষিত হয়েছিলেন। কিন্তু এই দীক্ষা তাঁর জীবনে এক কঠিন পরিণতি নিয়ে আসে। সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সারগাম দাবি করেছেন, ওশোর একাধিক আস্তানায় ‘অবাধ প্রেমের’ নামে শৈশবেই তিনি অন্তত ৫০ বার ধর্ষিত হয়েছেন।

সারগামের দুঃস্বপ্ন শুরু হয়েছিল ছয় বছর বয়সে। সে সময় তাঁর বাবা ভারতের পুনেতে ওশোর একটি আশ্রমে যোগ দিতে যুক্তরাজ্যের বাড়িঘর ত্যাগ করেছিলেন। পরে বাবার পথ ধরে সারগাম ও তাঁর মা একই আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান শুরু করেন এবং ওশোর মতাদর্শে দীক্ষিত হন। এর ফলে নাম পরিবর্তন করে কমলা রঙের পোশাক পরিধান করতে হয়েছিল সারগামকে। শুধু তা–ই নয়, শৈশবেই সারগামকে এমন একটি দর্শন গ্রহণ করতে বাধ্য করা হয়, যে দর্শন মনে করে—শিশুদের নিয়মিত যৌনতা দেখা উচিত এবং যুবতী হওয়ার পর তাঁদের যৌনযাত্রা প্রাপ্তবয়স্ক পুরুষদের দ্বারা পরিচালিত হওয়া উচিত।

সারগাম জানান, সেই সময়টিতে জনপ্রিয়তা পাওয়া ওশো-মতাদর্শে শিশুদের জন্য যৌনতার সংস্পর্শে আসাকে ভালো বলে মনে করা হতো। মাত্র ছয় বছর বয়সে এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়াকে একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন তিনি।

দ্য টাইমসকে সারগাম আরও জানান, তিনি ভারতীয় রহস্যবাদী ভগবান শ্রী রজনীশ ওরফে ওশোর নেতৃত্বে ‘অসুস্থ সন্ন্যাসব্রতের’ যৌন আচরণের মধ্যে বড় হয়েছেন। ‘অবাধ প্রেমের’ নামে কীভাবে নাবালিকা অবস্থায় তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়েছিল, সেই বর্ণনাও দেন সারগাম। দাবি করেন, তিনি ছয় বছর বয়সেই তিনটি আশ্রমে গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

আশ্রমের বর্ণনা দিতে গিয়ে সারগাম বলেন, ‘সেখানে শিশুদের যৌনতা সম্পর্কে কথা বলা এবং নিয়মিত প্রাপ্তবয়স্কদের যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হতে দেখাকে স্বাভাবিক বলে মনে করা হতো।’

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে গড়ে তোলা আশ্রমে ভক্তদের সঙ্গে ওশো। ছবি: অরেগন লাইভমাত্র ৭ থেকে ১১ বছরের মধ্যে সারগাম এবং তাঁর বয়সী আরও অনেককেই আশ্রমে বসবাস করা প্রাপ্তবয়স্ক পুরুষদের সঙ্গে যৌন কার্যকলাপ করতে বাধ্য করা হয়েছিল। সারগামকে পরে একটি বোর্ডিং স্কুলের প্রোগ্রামে যোগ দেওয়ার কথা বলে সাফোকের মদিনা আশ্রমে পাঠানো হয়েছিল। ১২ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন এবং অরেগনের একটি আশ্রমে তাঁর মায়ের সঙ্গে যোগ দেন।

সারগাম দাবি করেছেন, ১৬ বছর বয়সেই তাঁর বোধোদয় ঘটে। তিনি বুঝতে পারেন জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে। তিনি বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম, কী ঘটেছে।’

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে ওশোর আশ্রম। ছবি: পিন্টারেস্ট১৯৭০-এর দশকে প্রতিষ্ঠিত রজনীশ কাল্ট আধ্যাত্মিক জ্ঞানার্জনের পথ হিসেবে পশ্চিমা অনুসারীদের আকৃষ্ট করেছিল। তবে এই কাল্টের শান্ত বাণীর নিচেই সংগঠনটি এমন একটি অন্ধকার জগৎ তৈরি করেছিল, যেখানে শিশুদেরও ব্যবহার এবং নির্যাতন করা হতো।

ওশো ভারতের পুনেতে তাঁর আধ্যাত্মিক আন্দোলন প্রতিষ্ঠার আগে দর্শনের প্রভাষক ছিলেন। অপ্রচলিত ধ্যানের কৌশল এবং যৌন স্বাধীনতার ওপর জোর দেওয়ায় ভারতে ‘সেক্স গুরু’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ওশো। যুক্তরাষ্ট্রে তাঁর ৯৩টি বিলাসবহুল গাড়ির সংগ্রহ ছিল। এ কারণে তাঁকে ‘রোলস-রয়েস গুরুও’ বলা হতো।

ওশোর ছিল বহু বিলাসবহুল গাড়ি। পাশে দেখা যাচ্ছে তাঁর প্রধান সহযোগী মা আনন্দ শীলাকে। ছবি: অরেগন লাইভদাবি করা হচ্ছে, ওশোর আস্তানায় শত শত শিশু নির্যাতিত হলেও এখন পর্যন্ত তাঁর খুব কমই নথিভুক্ত হয়েছে। এই বিষয়ে ‘চিলড্রেন অব দ্য কাল্ট’ নামে আসন্ন একটি তথ্যচিত্রে প্রেম সারগামসহ আরও দুজন ব্রিটিশ নারীর গল্প তুলে ধরা হয়েছে। ওই দুই ব্রিটিশ নারীও একসময় ওশোর কাল্ট থেকে পালিয়েছিলেন। তথ্যচিত্রের বিষয়ে সারগাম বলেন, ‘আমি চাই, বিশ্ব জানুক আমার এবং অগণিত অন্যদের সঙ্গে কী ঘটেছে।’

অরেগনের আশ্রমে ভক্তদের নিয়মিত উপাচার। ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের অরেগনে একটি অবাস্তব শহর গড়ে তোলার চেষ্টা ওশোর কাল্টের পতন ডেকে এনেছিল বলে মনে করা হয়। সে সময় ওশোর ব্যক্তিগত সচিব, মা আনন্দ শীলাকে আশ্রমের খাবারে বিষক্রিয়া এবং হত্যার চেষ্টা জন্য গ্রেপ্তার করা হয় এবং ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজও পৃথিবীতে অল্পসংখ্যক রজনীশ ভক্ত রয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত