Ajker Patrika

জার্মানিতেও মিলল করোনার নতুন ধরন, শনাক্তের রেকর্ড

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮: ০৫
জার্মানিতেও মিলল করোনার নতুন ধরন, শনাক্তের রেকর্ড

জার্মানিতে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। পাশাপাশি গুরুতর করোনা রোগীর সংখ্যাও বেড়েছে জার্মানিতে। অনেক রোগীকে আইসিইউর জন্য দেশটির এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে জার্মানিতে ৭৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে গত এক দিনে করোনায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, বার্লিনে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে। শিগগিরই এ নিয়ে ঘোষণা দেবে জার্মানি। 

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী  জেনস স্পান বলেন, `নতুন ধরনে আমরা উদ্বিগ্ন। এর জন্য আমরা কাজ করছি।' 

জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে শুধু জার্মানিকেই দেশে আসতে দেওয়া হবে। আর এটি শুক্রবার রাত থেকেই কার্যকর হবে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা পূর্ণ ভ্যাকসিন নেওয়া জার্মান নাগরিকদেরও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত