Ajker Patrika

ফোনালাপে কী বললেন পুতিন-এরদোয়ান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ৪৬
ফোনালাপে কী বললেন পুতিন-এরদোয়ান

ইউক্রেন ইস্যু নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আলাপকালে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জন্য সুনির্দিষ্ট কিছু দাবির কথা এরদোয়ানকে জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসি জানিয়েছে, দুই নেতার ফোনালাপ শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহিম কালিনের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। 

ইব্রাহিম কালিন জানিয়েছেন, রাশিয়ার দাবিগুলো দুই ধরনের। প্রথম এবং প্রধান দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। তাকে জোটনিরপেক্ষ থাকতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য ন্যাটোতে যোগ না দেওয়ার বিষয়টি এর মধ্যেই মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তাদের এটা প্রমাণ করতে হবে যে তারা রাশিয়ার জন্য হুমকি নয়। ইউক্রেনে রুশ ভাষা সংরক্ষিত করতে হবে। এ ছাড়া নাৎসিবাদ পরিত্যাগ করতে হবে। 

কালিন মনে করেন, নাৎসিবাদ ত্যাগ করার বিষয়টি জেলেনস্কির জন্য অত্যন্ত অসম্মানজনক। কারণ তিনি নিজে ইহুদি। তাঁর কয়েকজন নিকটাত্মীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাতে নিহত হয়েছেন। তবে তুরস্ক মনে করে, নাৎসিবাদ পরিত্যাগের দাবি মেনে নেওয়া জেলেনস্কির জন্য খুব একটা কঠিন হবে না। বরং যেকোনো ধরনের নাৎসিবাদের নিন্দা জানানো এবং নাৎসিবাদ দমন করা ইউক্রেনের জন্য সহজ। 

দ্বিতীয় ধাপের দাবিগুলো পূরণ করা ইউক্রেনের জন্য কঠিন হবে বলে মনে করছেন ইব্রাহিম কালিন। তবে এসব দাবির বিস্তারিত কিছু বলেননি তিনি। 

বিবিসি লিখেছে, কালিন বিস্তারিত না বললেও ধারণা করা যায় যে, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে দর-কষাকষি করতে পারেন পুতিন। সম্ভবত ইউক্রেনের কাছে বিচ্ছিন্ন ওই অঞ্চলের অধিকার ছেড়ে দেওয়ার দাবি জানাবে রাশিয়া। এ ছাড়া ‘ক্রিমিয়া রাশিয়ার অংশ’ এমন দাবি ইউক্রেনকে মেনে নিতে বলতে পারে রাশিয়া। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেন দখল করে নিয়েছে। কিন্তু ইউক্রেন ওই অঞ্চলের দাবি এখনো ছাড়েনি। 

বিবিসির সাংবাদিক জন সিম্পসন আরও একটি আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘শান্তিচুক্তি নিখুঁতভাবে সম্পাদিত না হলে বিভিন্ন অজুহাত খুঁজে পুতিন আবার ইউক্রেনে হামলা চালাতে পারেন। তাই একটু সময় নিয়ে হলেও শান্তিচুক্তি নিখুঁতভাবে সম্পাদন হওয়া প্রয়োজন।’ 

এদিকে বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ। বিবিসির সাক্ষাৎকারে কালিনকে প্রশ্ন করা হয়, ফোনালাপের সময় পুতিনকে অস্বাভাবিক মনে হয়েছে কি না। উত্তরে তিনি বলেন, ‘একেবারেই না। পুতিন খুব স্পষ্ট গলায় তাঁর দাবিগুলো জানিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত