Ajker Patrika

সৌদিতে রুশ–মার্কিন বৈঠক: ইউক্রেন শুধুই উপলক্ষ, মস্কোর নজর অর্থনৈতিক ছাড়ে

অনলাইন ডেস্ক
রিয়াদে বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা। ছবি: এএফপি
রিয়াদে বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা। ছবি: এএফপি

সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা। ভাঙা সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য প্রাথমিক আলোচনা শুরু করতেই এই বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠকে এটি। এ কারণে কোনো পক্ষই আশা করছে না যে, এতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে। তবে প্রাথমিক আলোচনা হিসেবে এটি বেশ গুরুত্ব পাচ্ছে।

রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক কিছু ইস্যুতে সমঝোতার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একজন কর্মকর্তা আজ মঙ্গলবার রিয়াদে বলেছেন, রাশিয়া আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় অগ্রগতির আশা করছে। মস্কোতে আশা জেগেছে যে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন আক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে পারেন।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান এবং ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কিরিল দিমিত্রিভ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আমাদের কিছু প্রস্তাব রয়েছে, যা আমাদের সহকর্মীরা বিবেচনা করছেন। আমি মনে করি, আগামী দু–তিন মাসের মধ্যে সম্ভবত অগ্রগতি হবে।’

তবে, ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার এই আলোচনা নিয়ে ইউক্রেন এবং ইউরোপ বেশ উদ্বিগ্ন। বিশেষ করে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ক্রেমলিনের দিকে নমনীয় মনোভাব প্রকাশের পরিপ্রেক্ষিতে উদ্বেগটা বেড়েছে।

রিয়াদে সাংবাদিকেরা জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠকটি আজ সকালে সৌদি রাজধানীর দিরিয়াহ প্রাসাদে শুরু হয়েছে।

বৈঠক নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রিয়াদের আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি।

গতকাল সোমবার ইউরোপীয় নেতারা প্যারিসে জরুরি বৈঠকে মিলিত হন, যেখানে নতুন ট্রাম্প প্রশাসনের ব্যাপক পরিবর্তনের উদ্যোগে কীভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রস্তুতিও এই আলোচনার এজেন্ডায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প ইউক্রেনের তিন বছরের সংঘাতের দ্রুত সমাধান চাচ্ছেন, অন্যদিকে রাশিয়া এই সুযোগটিকে ছাড় আদায়ের সুযোগ হিসেবে দেখছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যাচ্ছে, জেলেনস্কি বলেছেন, কিয়েভ রিয়াদের আলোচনা সম্পর্কে ‘কিছুই জানত না’ এবং ‘আমাদের ছাড়া আমাদের সম্পর্কে কোনো বিষয় বা চুক্তি আমরা স্বীকৃতি দিতে পারি না।’

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যেকোনো শান্তি চুক্তিতে ‘দৃঢ় এবং নির্ভরযোগ্য’ নিরাপত্তা গ্যারান্টি অন্তর্ভুক্ত করতে হবে, যা ফ্রান্স এবং ব্রিটেন দাবি করেছে।

তবে সব ইউরোপীয় শক্তি এটি সমর্থন করে না।

এদিকে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ইউক্রেনে ‘শান্তির প্রচেষ্টা’কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ‘একই সময়ে, আমরা আশা করি, সব পক্ষ এবং অংশীজনরা আলোচনায় অংশ নেবে।’

বৈঠকের আগে রাশিয়া বলেছে, পুতিন এবং ট্রাম্প ‘অস্বাভাবিক সম্পর্ক’ থেকে বেরিয়ে আসতে চান। তাঁরা মনে করেন না, ইউরোপীয়দের আলোচনার টেবিলে কোনো স্থান রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পুতিনের শীর্ষ সহকারী ইউরি উশাকভ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত