অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (এসএমই) জন্য স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্রশংসা করেছেন। বলেছেন, ভারতে রাশিয়া উৎপাদন খাতে আরও বিনিয়োগ করতে প্রস্তুত। গতকাল বুধবার মস্কোতে অনুষ্ঠিত ১৫ তম ভিটিবি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখার সময় পুতিন এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুতিন বলেছেন—পশ্চিমা ব্র্যান্ডগুলোর রাশিয়া থেকে চলে যাওয়ার পর দেশে নতুন স্থানীয় ব্র্যান্ডের উত্থান হয়েছে। তিনি জানান, ভোক্তা পণ্য, তথ্যপ্রযুক্তি, উচ্চপ্রযুক্তি এবং কৃষি খাতে স্থানীয় রুশ নির্মাতারা সফলতা অর্জন করেছে।
পুতিন বলেন, ‘আমাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমদানি প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে আমরা অনেক নতুন রুশ ব্র্যান্ডের আগমন দেখছি, যারা স্বেচ্ছায় আমাদের বাজার থেকে প্রস্থান করা পশ্চিমা ব্র্যান্ডগুলোকে প্রতিস্থাপন করছে। আমাদের স্থানীয় নির্মাতারা কেবল ভোক্তা পণ্যেই নয়, তথ্যপ্রযুক্তি, উচ্চপ্রযুক্তি এবং কৃষি খাতেও সফল হয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘কৃষি খাতে আমাদের নির্মাতা ও উৎপাদকদের সংখ্যা বাড়ছে। ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়ন ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শস্য আমদানি করত, আর গত বছর আমরা ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের শস্য রপ্তানি করেছি, যা আমাদের কৃষক ও উৎপাদকদের অবদান। রুশ ফেডারেশনের এসব খাতে, বিশেষ করে উচ্চপ্রযুক্তি খাতে, পণ্য বিক্রি ও রপ্তানি সুযোগ বাড়ানোর তীব্র প্রয়োজন রয়েছে।’
এ সময় পুতিন আরও উল্লেখ করেন, রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচি ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মতো এবং ভারতের নেতৃত্ব নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে মনোযোগ দিয়েছে। পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির আমাদের মতোই একটি কর্মসূচি আছে, যার নাম—মেক ইন ইন্ডিয়া। এটির আমাদের কর্মসূচির সঙ্গে অনেকটাই মিল রয়েছে।’
এ সময় ভারতের আরও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি ইঙ্গিত করে পুতিন বলেন, ‘আমরা ভারতে আমাদের উৎপাদন কেন্দ্র স্থাপনে প্রস্তুত। সম্প্রতি রোজনেফট কোম্পানির মাধ্যমে ভারতের অর্থনীতিতে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করা হয়েছে।’ রোজনেফট রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি।
পুতিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ও সরকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং এটি সম্ভব হয়েছে কারণ ভারতের নেতৃত্ব ইন্ডিয়া ফার্স্ট নীতি অনুসরণ করছে। আমরা বিশ্বাস করি, ভারতে বিনিয়োগ লাভজনক।’ পুতিন আরও বলেন, এসএমই খাতের উন্নয়নে ব্রিকস দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি ব্রিকস সহযোগিতার দায়িত্বপ্রাপ্ত সহকর্মীদের অনুরোধ করব, যাতে তাঁরা প্রধান সহযোগিতার ক্ষেত্রগুলো বিশ্লেষণ করেন এবং আমরা অবশ্যই ব্রাজিলিয়ান সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করব, যারা আগামী বছর ব্রিকসের সভাপতিত্ব করবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (এসএমই) জন্য স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্রশংসা করেছেন। বলেছেন, ভারতে রাশিয়া উৎপাদন খাতে আরও বিনিয়োগ করতে প্রস্তুত। গতকাল বুধবার মস্কোতে অনুষ্ঠিত ১৫ তম ভিটিবি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখার সময় পুতিন এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুতিন বলেছেন—পশ্চিমা ব্র্যান্ডগুলোর রাশিয়া থেকে চলে যাওয়ার পর দেশে নতুন স্থানীয় ব্র্যান্ডের উত্থান হয়েছে। তিনি জানান, ভোক্তা পণ্য, তথ্যপ্রযুক্তি, উচ্চপ্রযুক্তি এবং কৃষি খাতে স্থানীয় রুশ নির্মাতারা সফলতা অর্জন করেছে।
পুতিন বলেন, ‘আমাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমদানি প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে আমরা অনেক নতুন রুশ ব্র্যান্ডের আগমন দেখছি, যারা স্বেচ্ছায় আমাদের বাজার থেকে প্রস্থান করা পশ্চিমা ব্র্যান্ডগুলোকে প্রতিস্থাপন করছে। আমাদের স্থানীয় নির্মাতারা কেবল ভোক্তা পণ্যেই নয়, তথ্যপ্রযুক্তি, উচ্চপ্রযুক্তি এবং কৃষি খাতেও সফল হয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘কৃষি খাতে আমাদের নির্মাতা ও উৎপাদকদের সংখ্যা বাড়ছে। ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়ন ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শস্য আমদানি করত, আর গত বছর আমরা ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের শস্য রপ্তানি করেছি, যা আমাদের কৃষক ও উৎপাদকদের অবদান। রুশ ফেডারেশনের এসব খাতে, বিশেষ করে উচ্চপ্রযুক্তি খাতে, পণ্য বিক্রি ও রপ্তানি সুযোগ বাড়ানোর তীব্র প্রয়োজন রয়েছে।’
এ সময় পুতিন আরও উল্লেখ করেন, রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচি ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মতো এবং ভারতের নেতৃত্ব নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে মনোযোগ দিয়েছে। পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির আমাদের মতোই একটি কর্মসূচি আছে, যার নাম—মেক ইন ইন্ডিয়া। এটির আমাদের কর্মসূচির সঙ্গে অনেকটাই মিল রয়েছে।’
এ সময় ভারতের আরও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি ইঙ্গিত করে পুতিন বলেন, ‘আমরা ভারতে আমাদের উৎপাদন কেন্দ্র স্থাপনে প্রস্তুত। সম্প্রতি রোজনেফট কোম্পানির মাধ্যমে ভারতের অর্থনীতিতে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করা হয়েছে।’ রোজনেফট রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি।
পুতিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ও সরকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং এটি সম্ভব হয়েছে কারণ ভারতের নেতৃত্ব ইন্ডিয়া ফার্স্ট নীতি অনুসরণ করছে। আমরা বিশ্বাস করি, ভারতে বিনিয়োগ লাভজনক।’ পুতিন আরও বলেন, এসএমই খাতের উন্নয়নে ব্রিকস দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি ব্রিকস সহযোগিতার দায়িত্বপ্রাপ্ত সহকর্মীদের অনুরোধ করব, যাতে তাঁরা প্রধান সহযোগিতার ক্ষেত্রগুলো বিশ্লেষণ করেন এবং আমরা অবশ্যই ব্রাজিলিয়ান সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করব, যারা আগামী বছর ব্রিকসের সভাপতিত্ব করবে।’
গবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ৪ হাজার বছর আগে সংঘটিত একটি গণহত্যায় ৩৭ জনকে হত্যা করা হয়েছিল এবং সম্ভবত উৎসবমুখর একটি অনুষ্ঠানে তাদের মাংস খেয়ে ফেলা হয়েছিল। মানুষের দাঁতের চিহ্নযুক্ত কিছু হাড় এই তত্ত্বকে সমর্থন করে।
৬ মিনিট আগেরাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আর এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় শহর কাজানে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।
৩ ঘণ্টা আগেসিরিয়ায় বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দেশের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে
৩ ঘণ্টা আগেসম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্টের ইরাস ট্যুর। বিশ্বসংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে।
৩ ঘণ্টা আগে