অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হিসেবে বিবেচনা করা হয় লিওনার্দো দা ভিঞ্চির অমর চিত্রকর্ম মোনালিসাকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ল্যুভর জাদুঘরে শোভা পাচ্ছে ভিঞ্চির আঁকা এই চিত্রকর্ম। আজ সোমবার ল্যুভর মিউজিয়ামের প্রেসিডেন্ট লরা দে কার বলেছেন, জাদুঘরটিতে নিজস্ব কক্ষ পেতে পারে মোনালিসা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এর মাধ্যমে দর্শনার্থীরা স্বচ্ছন্দে মোনালিসাকে দেখতে পারবে বলে ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ইন্টার ব্রডকাস্টারকে বলেছেন ল্যুভরের প্রেসিডেন্ট। অনেক দর্শনার্থীই কেবল আইকনিক চিত্রকর্ম মোনালিসাকে দেখতে ল্যুভরে যান—এমনটি জানিয়ে লরা দে কার বলেন, ‘আপনি যখন দর্শকদের সম্ভাব্য সবচেয়ে ভালো অভ্যর্থনা দেবেন না তখন তা হতাশাজনক এবং মোনালিসার ক্ষেত্রে এটাই হয়।’
সে কারণে মোনালিসার জন্য নিজস্ব কক্ষের ব্যবস্থা করা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি ভালো সমাধান আমার কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ল্যুভর সম্ভাব্য সমাধান সম্পর্কে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর দ্য ল্যুভরে ২০২৩ সালে প্রায় ৯০ লাখ দর্শনার্থী গিয়েছে।
লরা দে কার বলেন, ‘এই বিশাল সংখ্যক দর্শনার্থীর মধ্যে ৮০ শতাংশ, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ মোনালিসার চীর রহস্যময় হাসিকে এক ঝলক দেখার জন্য ভিড় করে। লিওনার্দো দা ভিঞ্চির এই অমর চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তোলে তারা।’
মোনালিসা বর্তমানে ল্যুভরের সবচেয়ে বড় প্যাভিলিয়ন স্যালে দে এতাসে (স্টেট রুম) বড় একটি প্রতিরক্ষামূলক কাচের ভেতর শোভা পাচ্ছে। আর সেই প্যাভিলিয়নে দা ভিঞ্চির এই মাস্টারপিসের সঙ্গে রয়েছে আরও বেশ কিছু বিখ্যাত চিত্রকর্ম।
প্যাভিলিয়নটিতে মোনালিসার সঙ্গে রয়েছে ১৬ শতকের ভেনিশিয়ান যুগের শিল্পীদের চিত্রকর্ম। সে সঙ্গে রয়েছে ল্যুভরের সবচেয়ে বড় পেইন্টিং—পাওলো ভেরোনিসের ‘দ্য ওয়েডিং অ্যাট কানা’।
বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হিসেবে বিবেচনা করা হয় লিওনার্দো দা ভিঞ্চির অমর চিত্রকর্ম মোনালিসাকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ল্যুভর জাদুঘরে শোভা পাচ্ছে ভিঞ্চির আঁকা এই চিত্রকর্ম। আজ সোমবার ল্যুভর মিউজিয়ামের প্রেসিডেন্ট লরা দে কার বলেছেন, জাদুঘরটিতে নিজস্ব কক্ষ পেতে পারে মোনালিসা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এর মাধ্যমে দর্শনার্থীরা স্বচ্ছন্দে মোনালিসাকে দেখতে পারবে বলে ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ইন্টার ব্রডকাস্টারকে বলেছেন ল্যুভরের প্রেসিডেন্ট। অনেক দর্শনার্থীই কেবল আইকনিক চিত্রকর্ম মোনালিসাকে দেখতে ল্যুভরে যান—এমনটি জানিয়ে লরা দে কার বলেন, ‘আপনি যখন দর্শকদের সম্ভাব্য সবচেয়ে ভালো অভ্যর্থনা দেবেন না তখন তা হতাশাজনক এবং মোনালিসার ক্ষেত্রে এটাই হয়।’
সে কারণে মোনালিসার জন্য নিজস্ব কক্ষের ব্যবস্থা করা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি ভালো সমাধান আমার কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ল্যুভর সম্ভাব্য সমাধান সম্পর্কে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর দ্য ল্যুভরে ২০২৩ সালে প্রায় ৯০ লাখ দর্শনার্থী গিয়েছে।
লরা দে কার বলেন, ‘এই বিশাল সংখ্যক দর্শনার্থীর মধ্যে ৮০ শতাংশ, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ মোনালিসার চীর রহস্যময় হাসিকে এক ঝলক দেখার জন্য ভিড় করে। লিওনার্দো দা ভিঞ্চির এই অমর চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তোলে তারা।’
মোনালিসা বর্তমানে ল্যুভরের সবচেয়ে বড় প্যাভিলিয়ন স্যালে দে এতাসে (স্টেট রুম) বড় একটি প্রতিরক্ষামূলক কাচের ভেতর শোভা পাচ্ছে। আর সেই প্যাভিলিয়নে দা ভিঞ্চির এই মাস্টারপিসের সঙ্গে রয়েছে আরও বেশ কিছু বিখ্যাত চিত্রকর্ম।
প্যাভিলিয়নটিতে মোনালিসার সঙ্গে রয়েছে ১৬ শতকের ভেনিশিয়ান যুগের শিল্পীদের চিত্রকর্ম। সে সঙ্গে রয়েছে ল্যুভরের সবচেয়ে বড় পেইন্টিং—পাওলো ভেরোনিসের ‘দ্য ওয়েডিং অ্যাট কানা’।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১১ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে