Ajker Patrika

সম্পূর্ণ ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফরাসি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ১৪
সম্পূর্ণ ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফরাসি প্রধানমন্ত্রী

ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনায় আক্রান্ত হয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। তিনি আইসোলেশনে রয়েছেন। স্থানীয় সময় সোমবার তাঁর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এর পরও তিনি আক্রান্ত হলেন। সম্প্রতি তিনি বেলজিয়াম সফরে গিয়েছিলেন। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে ফ্রান্সে ফিরে তিনি নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর নিজের করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন। 

ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১০ দিন জ্যঁ ক্যাসটেক্স আইসোলেশনে থাকবেন এবং তিনি তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত