অনলাইন ডেস্ক
ঢাকা: আগামী জুন মাসের ৭ তারিখ থেকে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এই ঘোষণা দেন।
তবে টিকা নিতে শিশুদের বাধ্য করা হবে না জানিয়ে মেরকেল বলেছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে স্কুলে যাওয়া বা না যাওয়া এবং শিশুদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে না।
১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আজ শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দিতে পারে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। ইইউ’তে এই টিকাটি ১৬ ও এর বেশি বয়সীদের জন্য বর্তমানে অনুমোদিত রয়েছে।
জার্মানির আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার মেরকেল বলেন, আগামী ৭ মে থেকে ১২ ও এর বেশি বছর বয়সী শিশু ও কিশোররা টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, আগ্রহীদেরকে আগস্ট মাসের মধ্যেই কমপক্ষে প্রথম ডোজটি দেওয়া সম্পন্ন করা হবে। মোটামুটিভাবে স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই অন্তত এক ডোজ টিকা দেওয়া হবে।
সাংবাদিকদেরকে মেরকেল বলেন অভিভাবকদের প্রতি আমার বার্তা হচ্ছে যে: এটা বাধ্যতামূলক কোনো টিকাদান কর্মসূচি নয়।
স্কুলে আসার জন্য ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক নয় জানিয়ে জার্মানির চ্যান্সেলর বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিকা নিতে বলবে না। এ ছাড়া টিকা নেওয়া শিশুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করা পুরোপুরি ভুল ধারণা।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় এরই মধ্যে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
তবে শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়ে অনেক বিশেষজ্ঞই ভ্যাকসিন সংরক্ষণের মত দিয়েছেন। তাঁদের মতে, শিশুরা করোনা গুরুতর অসুস্থ হয় না। আর তাই বিশ্বের বিভিন্ন দেশে সংকট থাকায় ভ্যাকসিন সংরক্ষণের করা উচিত।
ঢাকা: আগামী জুন মাসের ৭ তারিখ থেকে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এই ঘোষণা দেন।
তবে টিকা নিতে শিশুদের বাধ্য করা হবে না জানিয়ে মেরকেল বলেছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে স্কুলে যাওয়া বা না যাওয়া এবং শিশুদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে না।
১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আজ শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দিতে পারে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। ইইউ’তে এই টিকাটি ১৬ ও এর বেশি বয়সীদের জন্য বর্তমানে অনুমোদিত রয়েছে।
জার্মানির আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার মেরকেল বলেন, আগামী ৭ মে থেকে ১২ ও এর বেশি বছর বয়সী শিশু ও কিশোররা টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, আগ্রহীদেরকে আগস্ট মাসের মধ্যেই কমপক্ষে প্রথম ডোজটি দেওয়া সম্পন্ন করা হবে। মোটামুটিভাবে স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই অন্তত এক ডোজ টিকা দেওয়া হবে।
সাংবাদিকদেরকে মেরকেল বলেন অভিভাবকদের প্রতি আমার বার্তা হচ্ছে যে: এটা বাধ্যতামূলক কোনো টিকাদান কর্মসূচি নয়।
স্কুলে আসার জন্য ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক নয় জানিয়ে জার্মানির চ্যান্সেলর বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিকা নিতে বলবে না। এ ছাড়া টিকা নেওয়া শিশুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করা পুরোপুরি ভুল ধারণা।
যুক্তরাষ্ট্র এবং কানাডায় এরই মধ্যে ১২ বছর ও এর বেশি বয়সী শিশু-কিশোরদের করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
তবে শিশুদের ভ্যাকসিন নেওয়া নিয়ে অনেক বিশেষজ্ঞই ভ্যাকসিন সংরক্ষণের মত দিয়েছেন। তাঁদের মতে, শিশুরা করোনা গুরুতর অসুস্থ হয় না। আর তাই বিশ্বের বিভিন্ন দেশে সংকট থাকায় ভ্যাকসিন সংরক্ষণের করা উচিত।
ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, তাঁর দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, পোলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি ওই ঘোষণা দেন। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প
৪ ঘণ্টা আগেবাশার আল-আসাদের পতন হলে সিরিয়ায় নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সিএনএন জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে।
৫ ঘণ্টা আগেইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগেজলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়. যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
৬ ঘণ্টা আগে