ভোটের পরপরই আইসিইউতে চেক প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
Thumbnail image

গত শনিবার চেক প্রজাতন্ত্রের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের পর আজ রোববার সকালে দেশটির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনায় বসেন প্রেসিডেন্ট মিলোস জেমান। আলোচনার কিছুক্ষণ পরই মিলোস জেমান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজধানী প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী মিলোস জেমান ডায়াবেটিকে ভুগছিলেন। 

এক বিবৃতিতে তাঁর চিকিৎসক মিরোস্লাভ জাভোরাল জানিয়েছেন, তিনি আগে থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, এর আগে গত মাসে তিনি আট দিন হাসপাতালে ভর্তি ছিলেন। 

প্রাগের পশ্চিমে লেনিতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স পুলিশ এসকর্ট ও কয়েকটি লিমোজিন নিয়ে কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে।    

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত