Ajker Patrika

যুদ্ধ এড়াতে দেশ ছাড়তে গিয়ে মারা গেছে ৩০ ইউক্রেনীয়

অনলাইন ডেস্ক
যুদ্ধ এড়াতে দেশ ছাড়তে গিয়ে মারা গেছে ৩০ ইউক্রেনীয়

২০২২ সালে ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। সে সময় থেকে যুদ্ধ এড়াতে অবৈধ উপায়ে ইউক্রেনের সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা গেছে ৩০ ইউক্রেনীয়। ইউক্রিনফর্ম নিউজ এজেন্সিকে এ তথ্য দিয়েছেন ইউক্রেনের সীমান্ত পরিষেবার মুখপাত্র আন্দ্রেই ডেমচেঙ্কো। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল সোমবার প্রকাশিত ইউক্রিনফর্মের প্রতিবেদন অনুসারে আন্দ্রেই ডেমচেঙ্কো বলেছেন, কেউ কেউ পাহাড়ি নদী পার হওয়ার সময় বা পাহাড় অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পুরো মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে সামগ্রিকভাবে প্রায় ৩০ জন মারা গেছে।

ইউক্রেনের সামরিক আইন অনুসারে, কিছু ব্যতিক্রম ছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষদের দেশ ত্যাগ করার অনুমতি দেওয়া হয় না। কারণ, তাদের জন্য যুদ্ধে অংশ গ্রহণ করা বাধ্যতামূলক।

গতকাল সোমবার স্টেট বর্ডার গার্ড সার্ভিস সামাজিক প্ল্যাটফর্মে এক বিবৃতিতে বলেছে যে, রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তে তিসা নদী পার হওয়ার চেষ্টা করার সময়ই ২৪ জন মারা গেছেন।

ডেমচেঙ্কো বলেছেন যে, যুদ্ধ শুরুর পর থেকে সীমান্ত রক্ষীরা প্রায় ৪৫০টি অপরাধী গ্রুপকে শনাক্ত করেছে যারা সীমান্তের ওপারে মানব পাচারের চেষ্টা করছে।

ডেমচেঙ্কো বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা প্রতিদিনই হয়। আর এসবের বেশির ভাগই ঘটে মলদোভা এবং রোমানিয়ার সীমান্তে চেকপয়েন্টের বাইরে। সবচেয়ে বেশি পরিমাণ জাল নথি জব্দ করা হয়েছে পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্তে।’

এপ্রিলের শুরুতে ডেমচেঙ্কো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছিলেন যে, অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করা অবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১০ জন ইউক্রেনীয়কে আটক করা হয়।

গত সপ্তাহে, আগামী ১৮ মে পর্যন্ত যুদ্ধে যাওয়ার যোগ্য এবং বিদেশে থাকা ইউক্রেনীয় পুরুষদের জন্য দূতাবাস সেবা স্থগিত করেছে ইউক্রেন। সে সঙ্গে তাদের সমালোচনা করে বলা হয় যে, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দেশকে সাহায্য না করে রাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছে।

রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া থেকে অবৈধ সীমান্ত অতিক্রমের তথ্যের ওপর ভিত্তি করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গত নভেম্বরে এক প্রতিবেদনে বলেছিল যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২০ হাজার ইউক্রেনীয় পুরুষ যুদ্ধ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত