ইতালির রাষ্ট্রচালিত সম্প্রচার সংস্থা রাই-এর কিছু সাংবাদিক দেশটির নেত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের বিরুদ্ধে ধর্মঘট শুরু করেছেন। মেলোনির সরকারের সাংবাদিকদের ওপর ‘কঠোর নিয়ন্ত্রণের’ প্রতিবাদে আজ সোমবার তাঁরা এ ধর্মঘট শুরু করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ডানপন্থীদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যেকোনো ঘটনা বা বয়ানকে দমন করছে মেলোনির সরকার।
গণমাধ্যমের ওপর ইতালির সরকারের রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই ধর্মঘট শুরু করেছে রাই। এর আগে সংস্থাটির বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী নিবন্ধ সেন্সর করার অভিযোগ ওঠে। একটি টিভি টকশোতে দেশটির বিখ্যাত লেখক আন্তোনিও স্কুরাতির ওই নিবন্ধটি পাঠ করার কথা ছিল।
রাইয়ের সাংবাদিকদের প্রধান ইউনিয়ন উসিগ্রাইয়ের সভাপতি ড্যানিয়েল মাচেদা রোমে সাংবাদিকদের বলেছেন, এই ধর্মঘট চলমান বেশ কয়েকটি ঘটনার প্রতিক্রিয়া। তবে সাংবাদিকদের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত দিকও রয়েছে। ইতালিতেও সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমাদের খুবই আশাহত করেছে।’
২০০৫ থেকে রাই বোর্ডের অধিকাংশ সদস্যদের রাজনীতিবিদরা নির্বাচিত করেন এবং এর প্রধান শেয়ারহোল্ডার দেশটির অর্থনীতি মন্ত্রণালয়। ২০১৫ সালে মাত্তেও রেনজির কেন্দ্র-বাম সরকার এই সংক্রান্ত আইন আরও শক্তিশালী করেন।
মাচেদা বলেন, ‘আমরা সব সময় বলেছি, রাই থেকে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি দূর করতে হবে। আমরা ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত লড়েছি। এরপরও রেঞ্জির সরকার যেই আইন পাস করে তাতে রাইয়ের নিয়ন্ত্রণ সরাসরি সরকারের সরাসরি হাতে চলে যায়।’
রাইতে রাজনৈতিক প্রভাব সব সময়ই একটি সমস্যা ছিল। তবে ইতালির মেলোনির জোট সরকার (যেখানে নব্য-ফ্যাসিবাদের বীজ রয়েছে) ২০২২ সালের অক্টোবরে ক্ষমতা গ্রহণের পর থেকে সেই উদ্বেগ আরও তীব্র হয়েছে। উসিগ্রাই গত মাসে অভিযোগ তোলে, ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠরা নেটওয়ার্কটিকে নিজেদের ‘মেগাফোনে’ রূপান্তরের চেষ্টা করছে।
এদিকে উসিগ্রাইয়ের ধর্মঘট প্রসঙ্গে রাই বলেছে, উসিগ্রাই মতাদর্শগত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ধর্মঘট করছে। যেখানে শ্রম অধিকারের সঙ্গে সম্পর্কিত কিছুই নেই।
ফ্যাসিবাদ থেকে মুক্তি উপলক্ষে ২৫ এপ্রিলকে বিশেষভাবে উদ্যাপন করা হয় ইতালিতে। এদিন দেশটিতে জাতীয় ছুটি থাকে। তো, চলতি বছরের গত ২৫ এপ্রিল রাই-৩ চ্যানেলের টকশো চেসারায় ওই নিবন্ধ পাঠ করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান সম্প্রচারের কয়েক ঘণ্টা আগে লেখক রাইয়ের কাছ থেকে একটি নোট পান। যাতে রাই উল্লেখ করে, ‘সম্পাদকীয় কারণে’ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদ সম্পর্কে লেখালেখির জন্য স্কুরাতি ইতালিতে সুপরিচিত। তাঁর ওই বক্তৃতায় মুসোলিনির রাজনৈতিক প্রতিপক্ষ গিয়াকোমো মাত্তেওত্তির হত্যাকাণ্ড ও অন্যান্য গণহত্যার উল্লেখ ছিল। এতে তিনি ইতালির ‘উত্তর-ফ্যাসিবাদী’ নেতাদের সমালোচনাও করেছেন।
মেলোনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই লিখিত বক্তব্যর ছবি পোস্ট করে স্কুরাতির সমালোচনা করেছিলেন এবং বামপন্থী বিরোধীরা ‘শাসনে কান্নাকাটি’ করছেন বলে অভিযোগ করেন।
মেলোনির সরকারের বিরুদ্ধে বামপন্থী আদর্শের রাই ম্যানেজার বা টিভি হোস্টদের বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।
ইতালির দ্বিতীয় বৃহত্তম প্রেস এজেন্সি এজিআইয়ের সাংবাদিকেরা সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি ধর্মঘট করেছে। মেলোনির সরকারের উগ্র-ডানপন্থী সংসদ সদস্য আন্তোনিও অ্যাঞ্জেলুচির কাছে কোম্পানিটি বিক্রি নিয়ে কানাকানি শুরু হলে তারা এই ধর্মঘটে নামে।
ইতালির প্রেস অ্যান্ড জার্নালিস্টস ইউনিয়নের জাতীয় ফেডারেশন এফএনএসআইয়ের সভাপতি ভিত্তোরিও ডি ট্রাপানি বলেছেন, ‘ইতালি ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছে এবং এখন আমরা ভিক্টর অরবানের হাঙ্গেরিতে আছি। তাই আমি আজকের ধর্মঘটের জন্য উসিগ্রাইকে ধন্যবাদ জানাই, এটি একটি সাহসী কাজ।’
ইতালির রাষ্ট্রচালিত সম্প্রচার সংস্থা রাই-এর কিছু সাংবাদিক দেশটির নেত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের বিরুদ্ধে ধর্মঘট শুরু করেছেন। মেলোনির সরকারের সাংবাদিকদের ওপর ‘কঠোর নিয়ন্ত্রণের’ প্রতিবাদে আজ সোমবার তাঁরা এ ধর্মঘট শুরু করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ডানপন্থীদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যেকোনো ঘটনা বা বয়ানকে দমন করছে মেলোনির সরকার।
গণমাধ্যমের ওপর ইতালির সরকারের রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই ধর্মঘট শুরু করেছে রাই। এর আগে সংস্থাটির বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী নিবন্ধ সেন্সর করার অভিযোগ ওঠে। একটি টিভি টকশোতে দেশটির বিখ্যাত লেখক আন্তোনিও স্কুরাতির ওই নিবন্ধটি পাঠ করার কথা ছিল।
রাইয়ের সাংবাদিকদের প্রধান ইউনিয়ন উসিগ্রাইয়ের সভাপতি ড্যানিয়েল মাচেদা রোমে সাংবাদিকদের বলেছেন, এই ধর্মঘট চলমান বেশ কয়েকটি ঘটনার প্রতিক্রিয়া। তবে সাংবাদিকদের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত দিকও রয়েছে। ইতালিতেও সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমাদের খুবই আশাহত করেছে।’
২০০৫ থেকে রাই বোর্ডের অধিকাংশ সদস্যদের রাজনীতিবিদরা নির্বাচিত করেন এবং এর প্রধান শেয়ারহোল্ডার দেশটির অর্থনীতি মন্ত্রণালয়। ২০১৫ সালে মাত্তেও রেনজির কেন্দ্র-বাম সরকার এই সংক্রান্ত আইন আরও শক্তিশালী করেন।
মাচেদা বলেন, ‘আমরা সব সময় বলেছি, রাই থেকে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি দূর করতে হবে। আমরা ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত লড়েছি। এরপরও রেঞ্জির সরকার যেই আইন পাস করে তাতে রাইয়ের নিয়ন্ত্রণ সরাসরি সরকারের সরাসরি হাতে চলে যায়।’
রাইতে রাজনৈতিক প্রভাব সব সময়ই একটি সমস্যা ছিল। তবে ইতালির মেলোনির জোট সরকার (যেখানে নব্য-ফ্যাসিবাদের বীজ রয়েছে) ২০২২ সালের অক্টোবরে ক্ষমতা গ্রহণের পর থেকে সেই উদ্বেগ আরও তীব্র হয়েছে। উসিগ্রাই গত মাসে অভিযোগ তোলে, ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠরা নেটওয়ার্কটিকে নিজেদের ‘মেগাফোনে’ রূপান্তরের চেষ্টা করছে।
এদিকে উসিগ্রাইয়ের ধর্মঘট প্রসঙ্গে রাই বলেছে, উসিগ্রাই মতাদর্শগত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ধর্মঘট করছে। যেখানে শ্রম অধিকারের সঙ্গে সম্পর্কিত কিছুই নেই।
ফ্যাসিবাদ থেকে মুক্তি উপলক্ষে ২৫ এপ্রিলকে বিশেষভাবে উদ্যাপন করা হয় ইতালিতে। এদিন দেশটিতে জাতীয় ছুটি থাকে। তো, চলতি বছরের গত ২৫ এপ্রিল রাই-৩ চ্যানেলের টকশো চেসারায় ওই নিবন্ধ পাঠ করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান সম্প্রচারের কয়েক ঘণ্টা আগে লেখক রাইয়ের কাছ থেকে একটি নোট পান। যাতে রাই উল্লেখ করে, ‘সম্পাদকীয় কারণে’ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদ সম্পর্কে লেখালেখির জন্য স্কুরাতি ইতালিতে সুপরিচিত। তাঁর ওই বক্তৃতায় মুসোলিনির রাজনৈতিক প্রতিপক্ষ গিয়াকোমো মাত্তেওত্তির হত্যাকাণ্ড ও অন্যান্য গণহত্যার উল্লেখ ছিল। এতে তিনি ইতালির ‘উত্তর-ফ্যাসিবাদী’ নেতাদের সমালোচনাও করেছেন।
মেলোনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই লিখিত বক্তব্যর ছবি পোস্ট করে স্কুরাতির সমালোচনা করেছিলেন এবং বামপন্থী বিরোধীরা ‘শাসনে কান্নাকাটি’ করছেন বলে অভিযোগ করেন।
মেলোনির সরকারের বিরুদ্ধে বামপন্থী আদর্শের রাই ম্যানেজার বা টিভি হোস্টদের বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।
ইতালির দ্বিতীয় বৃহত্তম প্রেস এজেন্সি এজিআইয়ের সাংবাদিকেরা সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি ধর্মঘট করেছে। মেলোনির সরকারের উগ্র-ডানপন্থী সংসদ সদস্য আন্তোনিও অ্যাঞ্জেলুচির কাছে কোম্পানিটি বিক্রি নিয়ে কানাকানি শুরু হলে তারা এই ধর্মঘটে নামে।
ইতালির প্রেস অ্যান্ড জার্নালিস্টস ইউনিয়নের জাতীয় ফেডারেশন এফএনএসআইয়ের সভাপতি ভিত্তোরিও ডি ট্রাপানি বলেছেন, ‘ইতালি ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছে এবং এখন আমরা ভিক্টর অরবানের হাঙ্গেরিতে আছি। তাই আমি আজকের ধর্মঘটের জন্য উসিগ্রাইকে ধন্যবাদ জানাই, এটি একটি সাহসী কাজ।’
‘ট্রাম্পকে থামান, বিচার বিভাগ বাঁচান’, ‘ট্রাম্প নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাঁকে বেছে নিয়েছেন পুতিন’, ‘ইলন মাস্ককে মঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক’। এগুলো প্ল্যাকার্ডের লেখা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে এসব
১১ ঘণ্টা আগেগত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এ সময় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই কূটনেতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।’ তবে ট্রাম্পের হুমকির পরও তাঁর আলোচনার প্রস্তাব
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত বুধবার রোজ গার্ডেনে আমদানির ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্
১২ ঘণ্টা আগেদীর্ঘ ২৭ বছর পর ফের ভোটাভুটির সাক্ষী থাকল সিপিএমের পার্টি কংগ্রেস। ১৯৯৮ সালে কলকাতার নজরুল মঞ্চে শেষবার কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ এবং সংগঠনে নারীদের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছিল। এবার তামিলনাড়ুর মাদুরাইয়ে নেতা নির্বাচনে ভোটাভুটির করল সিপিএম।
১৬ ঘণ্টা আগে