অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই ২০০ জন যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। বিগত সাত মাস ধরে চলা যুদ্ধে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
উজবেকিস্তানের প্রাচীন শহর সমরখন্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহের মাথায় এরদোয়ান এই বক্তব্য জানালেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) এক সম্মেলনে এই দুই নেতা বৈঠক করেন।
এরদোয়ান যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। এমনকি কোন পক্ষ থেকে কতসংখ্যক যুদ্ধবন্দী বিনিময় করা হবে, সেই বিষয়েও কিছু জানাননি। মার্কিন টেলিভিশন পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘উভয় পক্ষের মধ্যে চুক্তির ভিত্তিতে দুই শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করা হবে। আমি মনে করি, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি যথাযথভাবে এগিয়ে নেওয়া হবে।’
ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্ক এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে দ্বান্দ্বিক অবস্থান নিয়েছে। দেশটি একদিকে ইউক্রেনকে যেমন বিভিন্ন ধরনের ড্রোন সরবরাহ করছে অপরদিকে পশ্চিমা বিশ্ব কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞারও বিরোধিতা করেছে। রাশিয়া শিগগিরই যুদ্ধ শেষ করতে চায় এমন বিষয়ে এরদোয়ান বলেছিলেন, তিনি পুতিনের মধ্যে যুদ্ধ শেষ করার মনোভাব দেখতে পেয়েছেন।
এরদোয়ান বলেছেন, ‘আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে এবং তিনি (পুতিন) আমাকে জানিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এটি (যুদ্ধ) শেষ করতে ইচ্ছুক। আমারও বিষয়টি এমনই মনে হয়েছে। কিন্তু এই যুদ্ধ নিয়ে বিষয়গুলো যেভাবে ঘটছে তা বেশ সমস্যাযুক্ত।’ তবে এরদোয়ান এ-ও বলেছেন যে রাশিয়া ইউক্রেনের যে জায়গাগুলো দখল করেছে, সেগুলো ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় আনতে হবে। কারণ, যেকোনো দীর্ঘমেয়াদি শান্তির জন্য এই বিষয়টির সমাধান প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই ২০০ জন যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। বিগত সাত মাস ধরে চলা যুদ্ধে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
উজবেকিস্তানের প্রাচীন শহর সমরখন্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহের মাথায় এরদোয়ান এই বক্তব্য জানালেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) এক সম্মেলনে এই দুই নেতা বৈঠক করেন।
এরদোয়ান যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। এমনকি কোন পক্ষ থেকে কতসংখ্যক যুদ্ধবন্দী বিনিময় করা হবে, সেই বিষয়েও কিছু জানাননি। মার্কিন টেলিভিশন পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘উভয় পক্ষের মধ্যে চুক্তির ভিত্তিতে দুই শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করা হবে। আমি মনে করি, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি যথাযথভাবে এগিয়ে নেওয়া হবে।’
ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্ক এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে দ্বান্দ্বিক অবস্থান নিয়েছে। দেশটি একদিকে ইউক্রেনকে যেমন বিভিন্ন ধরনের ড্রোন সরবরাহ করছে অপরদিকে পশ্চিমা বিশ্ব কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞারও বিরোধিতা করেছে। রাশিয়া শিগগিরই যুদ্ধ শেষ করতে চায় এমন বিষয়ে এরদোয়ান বলেছিলেন, তিনি পুতিনের মধ্যে যুদ্ধ শেষ করার মনোভাব দেখতে পেয়েছেন।
এরদোয়ান বলেছেন, ‘আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে এবং তিনি (পুতিন) আমাকে জানিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এটি (যুদ্ধ) শেষ করতে ইচ্ছুক। আমারও বিষয়টি এমনই মনে হয়েছে। কিন্তু এই যুদ্ধ নিয়ে বিষয়গুলো যেভাবে ঘটছে তা বেশ সমস্যাযুক্ত।’ তবে এরদোয়ান এ-ও বলেছেন যে রাশিয়া ইউক্রেনের যে জায়গাগুলো দখল করেছে, সেগুলো ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় আনতে হবে। কারণ, যেকোনো দীর্ঘমেয়াদি শান্তির জন্য এই বিষয়টির সমাধান প্রয়োজন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১১ ঘণ্টা আগে