আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা, মারধর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৮: ০১
ছবি: ভিডিও থেকে নেওয়া

নেদারল্যান্ডসের আমস্টারডামে হামলা ও মারধরের শিকার হয়েছেন ইসরায়েলি ফুটবল ভক্তরা। শুক্রবার ডাচ সরকার এই ঘটনাকে ‘ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদি-বিদ্বেষী হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

শুক্রবার সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ম্যাকাবি তেল আবিব এবং ডাচ দল অ্যাজাক্সের মধ্যে ইউরোপা লিগ সকার খেলার পর একাধিক সহিংস ঘটনার সূত্রপাত ঘটে। এসব ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ডাচ পুলিশ।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হামলার ঘটনায় অন্তত ১০ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, একজন ম্যাকাবি সমর্থককে মাটিতে শুয়ে থাকা অবস্থায় লাথি মারা হচ্ছে। মারধর করা ব্যক্তিদের ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতেও শোনা গেছে। তবে এসব ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ম্যাকাবি সমর্থকদের গাজায় ইসরায়েলি হামলার প্রশংসা এবং আরবদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেলে বৃহস্পতিবার রাতের ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। তবে সেই ভিডিওগুলোও কখন ধারণ করা হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

আমস্টারডাম পুলিশ বলেছে, বেশ কয়েকটি এলাকায় উত্তেজনা আঁচ করে খেলার একদিন আগে বুধবার রাতেই শহরের কেন্দ্রে তাদের উপস্থিতি বাড়ানো হয়েছিল। বুধবার রাতেও একদল ট্যাক্সি ড্রাইভার এবং পার্শ্ববর্তী ক্যাসিনো থেকে আসা একদল দর্শকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে তা রোধ করা হয়েছিল।

পুলিশ এক্স মাধ্যমে এক বিবৃতিতে আমস্টারডামের কেন্দ্রে একটি ফিলিস্তিনি পতাকা ভেঙে ফেলার ঘটনাও উল্লেখ করেছে। তবে এই কাজটি কারা করেছে তা এখনো অজানা।

বৃহস্পতিবার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা আমস্টারডামের জোহান ক্রুইফ স্টেডিয়ামে পৌঁছানোর চেষ্টা করেছিল। যদিও শহর কর্তৃপক্ষ তাদেরকে সেখানে প্রতিবাদ করতে নিষেধ করেছিল।

পুলিশ জানিয়েছে, অ্যাজাক্স ৫-০ গোলে জেতার পর ভক্তরা কোনো ঘটনা ছাড়াই স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু রাতে শহরের কেন্দ্রে বিভিন্ন সংঘর্ষের খবর আসতে থাকে।

এই ঘটনায় ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ বলেছেন—তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদি-বিদ্বেষী হামলার কারণে আতঙ্কিত হয়েছিলেন।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি জড়িত সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং নেতানিয়াহুর সঙ্গে ফোনে বলেছি যে, দোষীদের চিহ্নিত করা হবে এবং তাদের বিচার করা হবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু নেদারল্যান্ডসের ইহুদিদের জন্য নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

হামলার ঘটনা নেদারল্যান্ডসে যাচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি ইসরায়েলের নাগরিকদের নিজ নিজ হোটেল অবস্থান করার আহ্বান জানিয়েছেন। হামলার ঘটনাকে ‘বর্বর এবং ইহুদি-বিদ্বেষী’ আখ্যা দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত