অনলাইন ডেস্ক
ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৩ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৭ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৮ ঘণ্টা আগে