Ajker Patrika

শেয়ারবাজারে নিষিদ্ধ অনিল আম্বানি, ৬২৪ কোটি রুপি জরিমানা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৪: ২৬
শেয়ারবাজারে নিষিদ্ধ অনিল আম্বানি, ৬২৪ কোটি রুপি জরিমানা

ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তাঁর ও তাঁর নিয়ন্ত্রিত কোম্পানিগুলোকে ৬২৪ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের (আরএইচএফএল) তহবিল অন্যত্র সরানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ও দণ্ড দেওয়া হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে অনিল আম্বানি শেয়ারবাজারে কোনো কেনাবেচা করতে পারবেন না। 

এ ছাড়া, অনিল আম্বানিকে আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির হোল্ডিং, সহযোগী কোম্পানিতে পরিচালক বা গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হতেও নিষেধ করা হয়েছে।

আরএইচএফএল মামলায় এসইবিআইয়ের চূড়ান্ত আদেশে অনিল আম্বানিকে ২৫ কোটি রুপি জরিমানা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই মামলায় জড়িত থাকার অভিযোগে অনিল আম্বানি সংশ্লিষ্ট ২১টি কোম্পানির প্রতিটিকে ২৫ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। 

আরএইচএফএলের কর্মকর্তা অমিত বাফনা, রবীন্দ্র সুধালকার এবং পিঙ্কেশ আর শাহকে যথাক্রমে ২৭ কোটি, ২৬ কোটি ও ২১ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। আর কোম্পানি হিসেবে আরএইচএফএলকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত