অনলাইন ডেস্ক
আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মণিপুর। ভাঙচুর চালানো হয়েছে সরকারি অফিসে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। মণিপুরের রাজধানী ইমফলে এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই তরুণ-তরুণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইমফলে নতুন করে এই বিক্ষোভ শুরু হয় গত মঙ্গলবার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। এ সময় বিক্ষোভকারীরা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়ি পুড়িয়ে দেয়।
ইমফলের কর্মকর্তার জানিয়েছেন, বিক্ষোভকারীরা উরিপক, যাইসকুল, সাগলবন্দ ও তেরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তারা আরও জানিয়েছে, উত্তেজিত জনতা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়িতে আগুন দেয়।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, থৌবাল জেলার খোংজাম এলাকায় বিজেপির একটি কার্যালয়ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনার পর পূর্ব ও পশ্চিম ইমফলে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে মেতাই ও কুকি জনগোষ্ঠীর মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মণিপুর। এখন পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে।
আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মণিপুর। ভাঙচুর চালানো হয়েছে সরকারি অফিসে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। মণিপুরের রাজধানী ইমফলে এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই তরুণ-তরুণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইমফলে নতুন করে এই বিক্ষোভ শুরু হয় গত মঙ্গলবার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। এ সময় বিক্ষোভকারীরা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়ি পুড়িয়ে দেয়।
ইমফলের কর্মকর্তার জানিয়েছেন, বিক্ষোভকারীরা উরিপক, যাইসকুল, সাগলবন্দ ও তেরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তারা আরও জানিয়েছে, উত্তেজিত জনতা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়িতে আগুন দেয়।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, থৌবাল জেলার খোংজাম এলাকায় বিজেপির একটি কার্যালয়ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনার পর পূর্ব ও পশ্চিম ইমফলে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে মেতাই ও কুকি জনগোষ্ঠীর মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মণিপুর। এখন পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৪ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
৫ ঘণ্টা আগে