Ajker Patrika

করোনা প্রতিরোধে ৭৮ শতাংশ কার্যকর ভারতের কোভ্যাকসিন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫: ০১
করোনা প্রতিরোধে ৭৮ শতাংশ কার্যকর ভারতের কোভ্যাকসিন

ভারতের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় তথা চূড়ান্ত ট্রায়ালের রিপোর্ট প্রকাশ করেছে ভারত বায়োটেক। সেই রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাস প্রতিরোধে ৭৭ দশমিক ৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ সক্ষম ভ্যাকসিনটি।

আজ শনিবার ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়, কোভ্যাকসিন  উপসর্গযুক্ত কোভিডের ক্ষেত্রে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকর।

চূড়ান্ত ট্রায়ালের রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৭ জানুয়ারির মধ্যে ২৫ হাজার ৭৯৮ জন স্বেচ্ছাসেবককে নির্বাচিত করা হয় ট্রায়ালের জন্য। এরপর তাঁদের মধ্যে ২৪ হাজার ৪১৯ জনকে টিকার দুটো ডোজ দেওয়া হয়। দুই সপ্তাহ পর দেখা যায় ১৩০ জন স্বেচ্ছাসেবক উপসর্গযুক্ত করোনাভাইরাসে আক্রান্ত। যাঁদের মধ্যে ২৪ জন ভ্যাকসিন গ্রুপের এবং ১০৬ জন প্লাসিবো গ্রহীতা। প্লাসিবো হচ্ছে, রোগীকে দক্ষতার সঙ্গে এমন ওষুধ দেওয়া, যার বাস্তবে রোগের সঙ্গে কোনো সম্পর্কই নেই।

ভারত বায়োটেকের দাবি, করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে কোভ্যাকসিন  ৬৫ দশমিক ২ শতাংশ কার্যকর। উপসর্গহীন কোভিডের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা ৬৩ দশমিক ৬ শতাংশ। গুরুতর উপসর্গযুক্ত করোনার বিরুদ্ধে ৯৩ দশমিক ৪ শতাংশ কার্যকর। 

বিশ্বে এ পর্যন্ত ১৬টি দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে কোভ্যাকসিন । যদিও এটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। এ নিয়ে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত