ডয়চে ভেলে
আন্তর্জাতিক নারী দিবসে নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ রুপি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এ ঘোষণা দেন মোদি।
এক্সে শেয়ার করা টুইটে মোদি লিখেছেন, ‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ রুপি কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।’
মোদি তাঁর টুইটে আরও বলেছেন, ‘রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের আওতায় এনে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটা হলো নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দায়বদ্ধতার পরিচয়। তাদের জীবনযাত্রা আরও সহজ করার প্রচেষ্টা।’
এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে রান্নার গ্যাসের দাম ২০০ রুপি কমিয়েছিল মোদি সরকার। কমানোর পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় ৯০০ টাকা। এখন ১০০ টাকা কমানোর পর দাম হবে ৮০০ টাকা। এ ছাড়া গরিবদের জন্য ‘উজ্জ্বলা যোজনায়’ সিলিন্ডারপ্রতি আরও ৩০০ রুপি ভর্তুকি দেওয়ার কথাও গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকারে তরফ থেকে।
বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নারীরা একসময় কংগ্রেসের সমর্থক ছিলেন। কিন্তু তাঁরা এখন আগের তুলনায় অনেক বেশি করে মোদিকে সমর্থন করছেন। কারণ, মোদি নারীকল্যাণের দিকে নজর দিয়েছেন বলে তাদের অভিমত। নারীরা ঘরে বসে টাকা পাচ্ছেন, পানি পাচ্ছেন, রান্নার গ্যাসের সংযোগ পাচ্ছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দিরা গান্ধীর জন্য ভারতীয় নারীরা কংগ্রেসকে সমর্থন করেছেন। তিনি ছিলেন নারীদের রোল মডেল। আর বিজেপির পরিচিতি ছিল পুরুষপ্রধান দল হিসেবে। সেখান থেকে মোদির জন্য নারীদের ধারণার পরিবর্তন ঘটেছে। তবে বিজেপি লোকসভা নির্বাচনের যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে মাত্র ১৩ শতাংশ নারীকে প্রার্থী করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসে নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ রুপি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এ ঘোষণা দেন মোদি।
এক্সে শেয়ার করা টুইটে মোদি লিখেছেন, ‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ রুপি কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।’
মোদি তাঁর টুইটে আরও বলেছেন, ‘রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের আওতায় এনে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটা হলো নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দায়বদ্ধতার পরিচয়। তাদের জীবনযাত্রা আরও সহজ করার প্রচেষ্টা।’
এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে রান্নার গ্যাসের দাম ২০০ রুপি কমিয়েছিল মোদি সরকার। কমানোর পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় ৯০০ টাকা। এখন ১০০ টাকা কমানোর পর দাম হবে ৮০০ টাকা। এ ছাড়া গরিবদের জন্য ‘উজ্জ্বলা যোজনায়’ সিলিন্ডারপ্রতি আরও ৩০০ রুপি ভর্তুকি দেওয়ার কথাও গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকারে তরফ থেকে।
বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নারীরা একসময় কংগ্রেসের সমর্থক ছিলেন। কিন্তু তাঁরা এখন আগের তুলনায় অনেক বেশি করে মোদিকে সমর্থন করছেন। কারণ, মোদি নারীকল্যাণের দিকে নজর দিয়েছেন বলে তাদের অভিমত। নারীরা ঘরে বসে টাকা পাচ্ছেন, পানি পাচ্ছেন, রান্নার গ্যাসের সংযোগ পাচ্ছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দিরা গান্ধীর জন্য ভারতীয় নারীরা কংগ্রেসকে সমর্থন করেছেন। তিনি ছিলেন নারীদের রোল মডেল। আর বিজেপির পরিচিতি ছিল পুরুষপ্রধান দল হিসেবে। সেখান থেকে মোদির জন্য নারীদের ধারণার পরিবর্তন ঘটেছে। তবে বিজেপি লোকসভা নির্বাচনের যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে মাত্র ১৩ শতাংশ নারীকে প্রার্থী করা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ওয়াশিংটন সফররত এই নেতা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে এই কথা বলেন। ট্রাম্প নিজেও জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে
১১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে চলতি বছরের জানুয়ারি থেকে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুই মাসে নিহত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া বিষয়টি নিশ্চিত...
১২ ঘণ্টা আগেমিয়ানমারে বন্দর ও জ্বালানি শোধনাগার নির্মাণ করবে রাশিয়া। এই বিষয়ে রাশিয়ার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া, দেশটিতে বিদ্যুৎ, সার, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল উৎপাদন খাতেও রাশিয়ার বিনিয়োগ নিয়ে জান্তা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর...
১৪ ঘণ্টা আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী গাজা উপত্যকা দখলের প্রস্তুতি নিচ্ছে। নতুন সেনাপ্রধান ইয়াল জামিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে এবং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা...
১৫ ঘণ্টা আগে