Ajker Patrika

মমতার নেতৃত্বে ইন্ডিয়া জোটে রাজি সমাজবাদী পার্টি, সতর্ক কংগ্রেস

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০: ৫৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য জোটের সঙ্গীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গতকাল শুক্রবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্ব ও সমন্বয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

মমতা বলেন, ‘ইন্ডিয়া জোট আমি গঠন করেছিলাম। এখন যাঁরা নেতৃত্বে আছেন তাঁদেরই এটি সামলাতে হবে। যদি তাঁরা সামলাতে না পারেন, আমি কী করতে পারি? আমি শুধু বলব, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।’

জোট সেভাবে একজোট হতে পারছে না কেন—এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘জোট রাখতে পারছে না তো আমি কী করব? আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না। যারা নেতা, তাদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আমি সেই সম্পর্ক বজায় রেখেছি।’

জোটের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিকমতো পছন্দ করেন না। তিনি বলেন, ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা। অনেকেই আমাকে দেখতেই পারে না।’

কেন তিনি নিজে জোটের নেতৃত্ব গ্রহণ করেননি—এই প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি... যদিও আমি তা চাই না। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষনিশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ, বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা (ইন্ডিয়া জোট) চালিয়ে দিতে পারি।’

সাম্প্রতিক উপনির্বাচনে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট ধরাশায়ী হওয়ার পর থেকেই জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল। বিশেষ করে সংসদের অধিবেশনের সময় যেভাবে ইন্ডিয়া জোটকে এড়িয়ে আম আদমি পার্টি বা সমাজবাদী পার্টির সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকেই কেউ কেউ বলতে শুরু করেছিল তাহলে কি ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ফাটল ধরেছে! সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট হলো, জোট নেতৃত্বের আচরণ তিনি ভালোভাবে দেখছেন না।

মহারাষ্ট্র নির্বাচন নিয়েও মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বিজেপির কাজই হলো দেশে বিভাজন তৈরি করা। ভোটে হারের জন্য ভুল অনেকের রয়েছে। ভোট কাটাকাটিও একটা বড় ঘটনা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মহারাষ্ট্রে সুতোর ওপরে ঝুলছে বিজেপি। দল ভেঙে যাঁদের নেওয়া হয়েছিল, তাঁদের দুটো গ্রুপের সমর্থনে আপাতত সরকার চালাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বলব, এই সরকার কতদিন টিকবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।’

তাঁর এই মন্তব্য নেতৃত্বে আগ্রহের প্রতি ইঙ্গিত দিয়েছে বলে অনেকে মনে করলেও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি অস্বীকার করেছেন।

কুণিল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেননি যে তিনি নেতৃত্ব চান। তিনি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী জোট প্রয়োজন, তাই তিনি ইন্ডিয়া জোট গঠন করেছিলেন। তাঁর অগ্রাধিকার পশ্চিমবঙ্গ। দিল্লির কোনো পদে তাঁর আগ্রহ নেই। যদি ইন্ডিয়া জোট তাঁর নেতৃত্ব চায়, তবে তিনি কলকাতা থেকেই এটি করবেন।’

মমতার মন্তব্য নিয়ে জোটের অন্য নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সিপিআইয়ের (এম) নেতা ডি রাজা বলেন, ‘তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা আমি জানি না। এক্সিট পোলের পর ইন্ডিয়া জোটের মাত্র একটি বৈঠক হয়েছে। এটি সত্য। তবে ইন্ডিয়া জোটের লক্ষ্যটি বোঝা জরুরি—সেটি “দেশ বাঁচাও, বিজেপি হটাও।” তবে সব রাজ্যের পরিস্থিতি একরকম নয়।’

ইন্ডিয়া জোটের বৃহত্তম দল কংগ্রেস মমতার মন্তব্যে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। কংগ্রেস নেতা টি এস সিংহদেও বলেছেন, ‘তাঁর নিজস্ব মতামত ও উদ্দেশ্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ইন্ডিয়া জোটের সদস্য। যা কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, তা সবাই মিলে বসেই হবে।’

কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, ‘নীতিশ কুমারও ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে এত বড় একটি জোটে নেতৃত্বের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া যায় না। এটি দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। জোটের নেতৃত্ব বা আহ্বায়ক কে হবেন, তা যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়।’

সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি আরও বলেন, ‘জোটের মধ্যে নেতৃত্বের প্রশ্নে সম্মিলিত সিদ্ধান্তের প্রয়োজন। এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত হতে পারে না।’

এই বিষয়ে কংগ্রেসের আরেক নেতা তারিক আনোয়ার বলেন, ‘ইন্ডিয়া জোট বহু দলের সমন্বয়ে গঠিত। নেতৃত্ব নিয়ে সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হবে।’

কংগ্রেস সংসদ সদস্য তনুজ পুনিয়া বলেন, ‘এই বিষয়টি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করা উচিত। এটি গণমাধ্যমে আলোচনার বিষয় নয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রস্তাব দেন, তবে তা জোটের সদস্যদের আলোচনায় উপস্থাপন করা উচিত।’

কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানালেও সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিংহ তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিজ্ঞ নেতা। তাঁর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে। ইন্ডিয়া জোটের নেতারা মিলে সিদ্ধান্ত নিতে হবে। যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা তা সমর্থন করব।’

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী অবস্থান ইন্ডিয়া জোটে দলটির গুরুত্ব বাড়িয়েছে। সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে তৃণমূল তাঁদের শক্তি আরও দৃঢ় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী বিজেপিবিরোধী নেত্রী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন। তবে জোটের অভ্যন্তরীণ মতভেদ ও সমন্বয়ের অভাব কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি সম্প্রতি কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের অন্য শরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজেদের অহং ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

বিজেপির আধিপত্য মোকাবিলা করতে প্রায় দুই ডজন বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় ইন্ডিয়া জোট। তবে অভ্যন্তরীণ বিভাজন এবং নেতাদের মধ্যকার নেতৃত্বের প্রতিযোগিতা জোটের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এর প্রভাব হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো রাজ্যের নির্বাচনী ফলাফলে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত