Ajker Patrika

কয়লাকাণ্ডে মমতার ভাতিজাকে ফের তলব

কলকাতা প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬: ৩৬
কয়লাকাণ্ডে মমতার ভাতিজাকে ফের তলব

কোটি কোটি রুপির কয়লা পাচারের তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও দলটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ফের তলব করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তে নিযুক্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। 

এর আগেও একাধিকবার ইডি অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। 

এদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। সোমবারই ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাগমে মমতা বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে। সেই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইডির নোটিশ পেলেন অভিষেক।

এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’ 

বিজেপির অবশ্য পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ বহুদিন ধরেই করে চলেছেন বিজেপির নেতারা। রাজ্যে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও এমন অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত