অনলাইন ডেস্ক
দলের অন্তঃকলহের জেরে পদত্যাগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আজ শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তাঁর সঙ্গে পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভাও পদত্যাগ করেছে।
জানা গেছে, খুব শিগগিরই কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে পারেন পাঞ্জাবের অমরিন্দর সিং। শিগগিরই ক্যাপ্টেনের উত্তরসূরি বাছতে বৈঠকে বসতে পারে কংগ্রেস। পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া এবং রবনিত সিং বিট্টো।
পাঞ্জাবে কংগ্রেসের অন্তঃকলহ দীর্ঘদিনের। সেই ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই নভজ্যোত সিং সিধুর সঙ্গে সেভাবে বনিবনা হয়নি মুখ্যমন্ত্রী অমরিন্দরের। সিধুকে প্রথমে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেও, তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয়া হয়নি তাঁকে। এদিকে পাঞ্জাব কংগ্রেসে ক্রমশ গুরুত্ব বেড়েছে সিধুর । পাল্লা দিয়ে জনপ্রিয়তা কমেছে অমরিন্দর সিংয়ের। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অমরিন্দর সিং।
পদত্যাগ করে অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, তাঁর পক্ষে এই অপমানজনক পরিস্থিতিতে দলে থাকা সম্ভব নয়। তিনি যে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দলও ছাড়তে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন অমরিন্দর সিং। তিনি বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে নয় বছর মুখ্যমন্ত্রী ছিলাম। সমর্থকদের সঙ্গে কথা বলেই পরের সিদ্ধান্ত নেব।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অমরিন্দর দল ছাড়লেও সরকার টিকিয়ে রাখতে কংগ্রেসের সমস্যা হবেনা। কারণ ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ৮০। বর্তমানে তিনটি আসন খালি থাকায় ৫৭ জনের সমর্থন পেলেই চলবে। তাই নতুন মুখ্যমন্ত্রীর সন্ধান শুরু হয়েছে। কংগ্রেস নেতা অজয় মাকেন দলীয় বিধায়কদের সঙ্গে কথা বলছে। পাঁচ মাস পরই পাঞ্জাবের বিধানসভা ভোট। বিজেপি গত বিধানসভা নির্বাচনে মাত্র ২টি আসনে জিতেছিল। কৃষক আন্দোলনের জেরে বিজেপি এবারও বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে। কিন্তু নিজেদের বিবাদের জেরে কংগ্রেস পাঞ্জাবে ক্ষমতা হারায় কি-না সেটাই এখন দেখার। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিন্তু পাঞ্জাবে কংগ্রেসের পক্ষে বড় বিপদের হয়ে উঠতে পারে।
দলের অন্তঃকলহের জেরে পদত্যাগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আজ শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তাঁর সঙ্গে পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভাও পদত্যাগ করেছে।
জানা গেছে, খুব শিগগিরই কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে পারেন পাঞ্জাবের অমরিন্দর সিং। শিগগিরই ক্যাপ্টেনের উত্তরসূরি বাছতে বৈঠকে বসতে পারে কংগ্রেস। পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া এবং রবনিত সিং বিট্টো।
পাঞ্জাবে কংগ্রেসের অন্তঃকলহ দীর্ঘদিনের। সেই ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই নভজ্যোত সিং সিধুর সঙ্গে সেভাবে বনিবনা হয়নি মুখ্যমন্ত্রী অমরিন্দরের। সিধুকে প্রথমে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেও, তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয়া হয়নি তাঁকে। এদিকে পাঞ্জাব কংগ্রেসে ক্রমশ গুরুত্ব বেড়েছে সিধুর । পাল্লা দিয়ে জনপ্রিয়তা কমেছে অমরিন্দর সিংয়ের। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অমরিন্দর সিং।
পদত্যাগ করে অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, তাঁর পক্ষে এই অপমানজনক পরিস্থিতিতে দলে থাকা সম্ভব নয়। তিনি যে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দলও ছাড়তে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন অমরিন্দর সিং। তিনি বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে নয় বছর মুখ্যমন্ত্রী ছিলাম। সমর্থকদের সঙ্গে কথা বলেই পরের সিদ্ধান্ত নেব।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অমরিন্দর দল ছাড়লেও সরকার টিকিয়ে রাখতে কংগ্রেসের সমস্যা হবেনা। কারণ ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ৮০। বর্তমানে তিনটি আসন খালি থাকায় ৫৭ জনের সমর্থন পেলেই চলবে। তাই নতুন মুখ্যমন্ত্রীর সন্ধান শুরু হয়েছে। কংগ্রেস নেতা অজয় মাকেন দলীয় বিধায়কদের সঙ্গে কথা বলছে। পাঁচ মাস পরই পাঞ্জাবের বিধানসভা ভোট। বিজেপি গত বিধানসভা নির্বাচনে মাত্র ২টি আসনে জিতেছিল। কৃষক আন্দোলনের জেরে বিজেপি এবারও বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে। কিন্তু নিজেদের বিবাদের জেরে কংগ্রেস পাঞ্জাবে ক্ষমতা হারায় কি-না সেটাই এখন দেখার। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিন্তু পাঞ্জাবে কংগ্রেসের পক্ষে বড় বিপদের হয়ে উঠতে পারে।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৩৪ মিনিট আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৫ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৬ ঘণ্টা আগে