Ajker Patrika

বাংলা আকাদেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন ডেস্ক
বাংলা আকাদেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা আকাদেমি পুরস্কার পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার চালু করল বাংলা আকাদেমি। আর সেই পুরস্কার পেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর নামে পুরস্কার ঘোষণা করেন।

বক্তৃতায় ব্রাত্য বসু বলেন, ‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর “কবিতা বিতান” কাব্যগ্রন্থকে মাথায় রেখে সার্বিকভাবে তাঁর সাহিত্যকীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।’

‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজক ছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অবশ্য তিনি নিজে পুরস্কার গ্রহণ করেননি। ব্রাত্য বসুকে মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করার সময় তাঁকে থামিয়ে দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। ব্রাত্য বসুকে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন ব্রাত্য। এরপর ইন্দ্রনীল নিজেই ব্রাত্যের হাতে ওই পুরস্কার তুলে দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত