Ajker Patrika

ভগবানও পারবেন না বেঙ্গালুরুকে বদলাতে—ডিকে শিবকুমারের মন্তব্যে বিতর্ক

অনলাইন ডেস্ক
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ছবি: সংগৃহীত
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর ট্রাফিক এবং অবকাঠামো সমস্যা নিয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শিবকুমার বলেছিলেন—এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, এমনকি ঈশ্বরও তা পারবেন না।

শিবকুমারের এমন মন্তব্য ভারতের সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই শাসক কংগ্রেস সরকারকে দেরি হওয়া প্রকল্প ও দীর্ঘস্থায়ী যানজট সমস্যার জন্য দায়ী করেন।

এই বিষয়ে শুক্রবার এনডিটিভি জানিয়েছে, গত বুধবার সড়ক নির্মাণ সংক্রান্ত একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ডি কে শিবকুমার। এ সময় তিনি বলেন, ‘বেঙ্গালুরুকে দুই-তিন বছরে বদলানো সম্ভব নয়। এমনকি ঈশ্বরও তা পারবেন না। এটি কেবল তখনই পরিবর্তন সম্ভব, যখন সঠিক পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন করা হবে।’

শিবকুমারের মন্তব্যটি এমন এক সময়ে এল, যখন বেঙ্গালুরুর বাসিন্দারা ও নগর পরিকল্পনাবিদেরা শহরের ট্রাফিক সংকট, মেট্রো সম্প্রসারণের ধীর গতি ও অপর্যাপ্ত গণপরিবহন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

অর্থনীতিবিদ ও অ্যারিন ক্যাপিটালের চেয়ারম্যান মোহন্দাস পাই শিবকুমারের মন্তব্যকে চ্যালেঞ্জ করে সরকারের কাজের অগ্রগতির বিষয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘মন্ত্রী ডি কে শিবকুমার, আপনাকে মন্ত্রী হিসেবে পেয়েছি দুই বছর হয়ে গেল! আমরা আপনাকে স্বাগত জানিয়েছিলাম এবং প্রশংসা করেছিলাম। কিন্তু আমাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে!’

পাই দাবি করেন, নগরীর বড় অবকাঠামো প্রকল্পগুলো এখনো অসম্পূর্ণ, ফুটপাথগুলোর অবস্থা শোচনীয় এবং গণপরিবহন চাহিদার তুলনায় অপ্রতুল। তিনি অবিলম্বে ৫ হাজার নতুন বৈদ্যুতিক বাস সংযোজন, পরিচ্ছন্ন ও হাঁটাচলার উপযোগী শহর এবং মেট্রো সম্প্রসারণে নিরবচ্ছিন্ন কাজের আহ্বান জানান।

এদিকে শিবকুমারের মন্তব্যের সবচেয়ে বেশি সমালোচনা করছে বিজেপি শিবির। বিজেপি নেতা মোহন কৃষ্ণ এনডিটিভিকে বলেন, ‘যিনি ব্র্যান্ড-বেঙ্গালুরু গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তিনিই বলছেন, এমনকি ঈশ্বরও সমস্যার সমাধান করতে পারবেন না! তাহলে কে পারবে?’

তিনি আরও বলেন, ‘ঈশ্বর মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত, এই সরকার উন্নয়নের পরিবর্তে অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে।’

তবে সমালোচনার মধ্যেই ডি কে শিবকুমার অবশ্য জানিয়েছেন, তাঁর সরকার বেঙ্গালুরুর সমস্যা সমাধানে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। যেখানে নতুন সড়ক ও বাস স্ট্যান্ড নকশার মাধ্যমে যানজট নিরসনের পরিকল্পনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত