কৃষি আইনের বিরোধিতায় উত্তাল দিল্লি

প্রতিনিধি, কলকাতা
Thumbnail image

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীরা নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন। সংসদ চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকেরা। আজ বৃহস্পতিবার দুইশ জন কৃষক ভারতের সংসদ ভবনের কাছে যন্তর মন্তরে এসে পৌঁছান। সংসদ ভবনে অধিবেশন চলাকালেই তাঁরা সেখানে কৃষান পার্লামেন্ট-এর আয়োজন করেন।

আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, আগামী ৯ আগস্ট সংসদের অধিবেশনের শেষদিন পর্যন্ত চলবে কৃষান পার্লামেন্ট চলবে। বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে কৃষক আন্দোলন।

বিরোধী দলের সাংসদরা আজ লোকসভা ও রাজ্যসভায় সরকার বিরোধী প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভ দেখান। নেমে আসেন ওয়েলে। তাঁদের স্লোগানে বিঘ্নিত হয় অধিবেশনের কাজ।

সভা মুলতবি হলে সংসদের বাইরে কংগ্রেস, শিরোমণি আকালি দল, তৃণমূল কংগ্রেসও কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, বাতিল করতে হবে তিনটি কৃষি বিলই।

ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার জানিয়েছেন, সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি আছে। তবে কৃষি বিল প্রত্যাহারের বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার নতুন তিনটি কৃষি বিল সংসদে পাস করান। তিনটি বিলেরই বিরোধিতা করে শুরু হয়েছে কৃষক আন্দোলন।

বিতর্কিত তিনটি কৃষি বিলে কৃষকদের স্বার্থ বিঘ্নিত হবে। এই আশঙ্কা থেকেই আন্দোলন করা হচ্ছে। সরকারের সঙ্গে আলোচনা হলেও কৃষকেরা তাঁদের দাবিতে অটল রয়েছেন।

কৃষকদের দাবি, সরকার নির্ধারিত উৎপাদিত পণ্যের মূল্য আগের মতোই বজায় রাখতে হবে। মান্ডি বা সরকার নিয়ন্ত্রিত কৃষি বাজার অকেজো করা চলবে না। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় রাখতে হবে। যেমন-চাল, গম, ডাল প্রভৃতি ইত্যাদি।

কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি আইন পুঁজিপতি ও ফড়েদের স্বার্থ রক্ষা করলেও কৃষকদের সর্বনাশ ডেকে আনবে। উৎপাদিত পণ্যের সঠিক দাম তাঁরা পাবেন না। তাই বিল তিনটিরই বিলোপ দাবি করেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত