অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে ভালোবাসেন বলে এক বক্তব্যে উল্লেখ করেছেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ওই ভাষণ দেন তিনি। বাংলাদেশের মানুষকে ভালোবাসলেও তিস্তার পানি চুক্তি নিয়ে নিজস্ব চিন্তাভাবনার কথাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিধানসভার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ রাজ্যকে দুই ভাগ করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন মমতা।
বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন নিয়ে তিনি মত দিয়েছেন—তিস্তার পানি ভাগাভাগি করার অর্থ হবে ‘উত্তরবঙ্গকে পানীয় জল থেকেও বঞ্চিত করা’। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। কিন্তু তিস্তা নদীতে বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার মতো পর্যাপ্ত পানি নেই। উত্তরবঙ্গের মানুষ পানীয় জল পাবে না। আমি এমন কিছু হতে দেব না।’
এর আগে গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো একটি চিঠিতে মমতা লিখেছিলেন, তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করা উচিত হবে না। বিধানসভা ভাষণে মমতা জানান, তিনি দিল্লিতে সাম্প্রতিক নীতি আয়োগ সভায় ভারত-ভুটান নদী কমিশন গঠনেরও দাবি করেছিলেন।
ভাষণে বিজেপির নিন্দা করে মমতা অভিযোগ করেন, দলটি বাংলাকে দুই ভাগ করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিজেপির অবস্থান পরিষ্কার। আমরা চাই না পশ্চিমবঙ্গ বিভক্ত হোক বা পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের কিছু জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হোক।’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে ভালোবাসেন বলে এক বক্তব্যে উল্লেখ করেছেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ওই ভাষণ দেন তিনি। বাংলাদেশের মানুষকে ভালোবাসলেও তিস্তার পানি চুক্তি নিয়ে নিজস্ব চিন্তাভাবনার কথাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিধানসভার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ রাজ্যকে দুই ভাগ করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন মমতা।
বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন নিয়ে তিনি মত দিয়েছেন—তিস্তার পানি ভাগাভাগি করার অর্থ হবে ‘উত্তরবঙ্গকে পানীয় জল থেকেও বঞ্চিত করা’। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। কিন্তু তিস্তা নদীতে বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার মতো পর্যাপ্ত পানি নেই। উত্তরবঙ্গের মানুষ পানীয় জল পাবে না। আমি এমন কিছু হতে দেব না।’
এর আগে গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো একটি চিঠিতে মমতা লিখেছিলেন, তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করা উচিত হবে না। বিধানসভা ভাষণে মমতা জানান, তিনি দিল্লিতে সাম্প্রতিক নীতি আয়োগ সভায় ভারত-ভুটান নদী কমিশন গঠনেরও দাবি করেছিলেন।
ভাষণে বিজেপির নিন্দা করে মমতা অভিযোগ করেন, দলটি বাংলাকে দুই ভাগ করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বিজেপির অবস্থান পরিষ্কার। আমরা চাই না পশ্চিমবঙ্গ বিভক্ত হোক বা পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের কিছু জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হোক।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৯ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৯ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১০ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১০ ঘণ্টা আগে