অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক প্রশিক্ষণ শিবিরে ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) ৮০ জনেরও বেশি সদস্য সন্দেহভাজন খাদ্যে বিষক্রিয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনার পর স্থানীয় এক কাউন্সিল ও বামপন্থী দলের এক নেতা শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পিটিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে। ভিডিও থেকে দেখা গেছে—দুই ব্যক্তি, যাদের একজন স্থানীয় কাউন্সিলর এবং একজন বামপন্থী দলের এক নেতা শিবিরের ভেতর এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ওপর হামলা চালাচ্ছেন।
গত ২৩ ডিসেম্বর ২১-কেরালা ব্যাটালিয়নের এনসিসির ৮০ জনেরও বেশি ক্যাডেট খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে কেরালার থ্রিক্কাকারার কেএমএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এই অভিযোগের পর ওই দুই ব্যক্তি এবং আরও কয়েকজন মিলে শিবিরে ঢুকে এনসিসি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল কারনাইল সিংয়ের ওপর হামলা চালায়।
ভিডিওতে দেখা যায়, লেফটেন্যান্ট কর্নেলকে দেওয়ালের সঙ্গে ধাক্কা ঠেসে ধরে এক ব্যক্তি তাঁর গলা চেপে ধরন। যে ব্যক্তি কর্নেলকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরেছিলেন তাঁকে এক হাতে সরিয়ে দেন তিনি। এ পর্যায়ে নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি একটি অস্ত্র বের করে—যা সম্ভবত ছুরি—শিবিরের ভেতরেই ওই কর্মকর্তাকে হুমকি দেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা হামলাকারীদের একজনকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। লেফটেন্যান্ট কর্নেল সিং তাঁর গলা ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ক্যাডেটরা ডিনারের পরে সন্ধ্যার দিকে জানান, তারা অসুস্থ বোধ করছেন। এর পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনসিসি কর্তৃপক্ষ বলেছে, ‘ক্যাডেটদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে মেডিকেল কলেজে। পরে আরও ৪৭ জন ক্যাডেট একই ধরনের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজে যান, যেখানে তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত শিবিরে ফেরত পাঠানো হয়।’
উল্লেখ্য, শিবিরে মোট ৫১৩ জন ক্যাডেট (২৮৩ জন পুরুষ ও ২৩৫ জন নারী) অংশ নেন। এনসিসির অতিরিক্ত মহাপরিচালক খাদ্যে বিষক্রিয়ার ঘটনার বিষয়ে একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে একটি তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক প্রশিক্ষণ শিবিরে ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) ৮০ জনেরও বেশি সদস্য সন্দেহভাজন খাদ্যে বিষক্রিয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনার পর স্থানীয় এক কাউন্সিল ও বামপন্থী দলের এক নেতা শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পিটিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে। ভিডিও থেকে দেখা গেছে—দুই ব্যক্তি, যাদের একজন স্থানীয় কাউন্সিলর এবং একজন বামপন্থী দলের এক নেতা শিবিরের ভেতর এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ওপর হামলা চালাচ্ছেন।
গত ২৩ ডিসেম্বর ২১-কেরালা ব্যাটালিয়নের এনসিসির ৮০ জনেরও বেশি ক্যাডেট খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে কেরালার থ্রিক্কাকারার কেএমএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এই অভিযোগের পর ওই দুই ব্যক্তি এবং আরও কয়েকজন মিলে শিবিরে ঢুকে এনসিসি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল কারনাইল সিংয়ের ওপর হামলা চালায়।
ভিডিওতে দেখা যায়, লেফটেন্যান্ট কর্নেলকে দেওয়ালের সঙ্গে ধাক্কা ঠেসে ধরে এক ব্যক্তি তাঁর গলা চেপে ধরন। যে ব্যক্তি কর্নেলকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরেছিলেন তাঁকে এক হাতে সরিয়ে দেন তিনি। এ পর্যায়ে নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি একটি অস্ত্র বের করে—যা সম্ভবত ছুরি—শিবিরের ভেতরেই ওই কর্মকর্তাকে হুমকি দেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা হামলাকারীদের একজনকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। লেফটেন্যান্ট কর্নেল সিং তাঁর গলা ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ক্যাডেটরা ডিনারের পরে সন্ধ্যার দিকে জানান, তারা অসুস্থ বোধ করছেন। এর পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনসিসি কর্তৃপক্ষ বলেছে, ‘ক্যাডেটদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে মেডিকেল কলেজে। পরে আরও ৪৭ জন ক্যাডেট একই ধরনের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজে যান, যেখানে তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত শিবিরে ফেরত পাঠানো হয়।’
উল্লেখ্য, শিবিরে মোট ৫১৩ জন ক্যাডেট (২৮৩ জন পুরুষ ও ২৩৫ জন নারী) অংশ নেন। এনসিসির অতিরিক্ত মহাপরিচালক খাদ্যে বিষক্রিয়ার ঘটনার বিষয়ে একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে একটি তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আফ্রিকার দেশ জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে আইনের অনুমোদন দিয়েছেন। এর ফলে মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন করা হচ্ছে। দেশটিতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে মৃত্যুদণ্ডের বিধান চালু ছিল।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্ত
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট..
১৫ ঘণ্টা আগে২০২৪ সালকে বলা হচ্ছে ধনীদের ‘স্বর্ণযুগ’। এই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে মূলত প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারীরাই এই
১৫ ঘণ্টা আগে