Ajker Patrika

‘আমরা ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছি আর প্রিয়াঙ্কা সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরছেন’

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯: ৪৮
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ও কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ও কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী গতকাল সোমবার লোকসভায় ‘প্যালেস্টাইন’ লেখা একটি চটের ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতেই তিনি এটি বহন করছিলেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র সমালোচনা করেছেন।

যোগী আদিত্য নাথ বলেন, ‘কংগ্রেসের এক নেত্রী সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমরা উত্তর প্রদেশের যুবকদের ইসরায়েলে পাঠাচ্ছি। এখন পর্যন্ত উত্তর প্রদেশের ৫ হাজার ৬০০ যুবক ইসরায়েলে নির্মাণকাজে গেছেন। সেখানে তাঁদের বিনা মূল্যে থাকা-খাওয়া এবং প্রতি মাসে দেড় লাখ রুপি বেতন দেওয়া হচ্ছে।’

প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন দল বিজেপির আরও কজন সংসদ সদস্য।

বিজেপি সাংসদ ও মুখপাত্র সম্বিত পাত্র প্রিয়াঙ্কার এই অবস্থানকে আক্রমণ করে বলেন, ‘গান্ধী পরিবার সব সময় তোষণের ব্যাগ বহন করেছে। এই তোষণের ব্যাগই তাদের নির্বাচনী পরাজয়ের কারণ।’ বিজেপির কিছু নেতা এক কাঠি এগিয়ে দাবি করে বলে বসেন, ‘সংসদ সদস্যরা এমন ব্যাগ বহন করতে পারেন না।’

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর প্রিয়াঙ্কা গান্ধীর এই ব্যাগ নিয়ে বলেন, ‘তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে একটি কথাও বলেননি, অথচ প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ফ্যাশন স্টেটমেন্ট করতে চাচ্ছেন।’

এই মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমি কী পরব, সেটা ঠিক করার অধিকার কারও নেই। এটা পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ।’

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা উচিত। কিন্তু এমন ভিত্তিহীন কথা বলে সময় নষ্ট করা ঠিক নয়।’

প্রিয়াঙ্কা লোকসভায় পৌঁছানোর পর ব্যাগটি প্রকাশ্যে প্রদর্শন করেন। তাঁর এই ব্যাগ মূলত ফিলিস্তিনিদের সঙ্গে তাঁর সংহতির বার্তা বহন করে। ব্যাগটিতে তরমুজের মতো চিহ্ন ছিল, যা ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কার এই ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হওয়া সন্ত্রাসী হামলা ও ইসরায়েল-হামাস চলমান সংঘর্ষে নিরীহ মানুষের মৃত্যুতে ভারত গভীর নিন্দা জানিয়েছে।

ভারতের দীর্ঘদিনের নীতিতে বলা হয়েছে, ‘একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভারত সমর্থন জানায়। ভারত চায়, প্যালেস্টাইন ও ইসরায়েল পারস্পরিক স্বীকৃত সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছাক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত