অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের সংসদ সদস্য প্রকাশ সোলাঙ্কের বাড়ি ভাঙচুর করেছে ও জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গত ২৫ অক্টোবর থেকে মারাঠিদের জন্য কোটার দাবিতে বিক্ষোভ চলছে। আজ সোমবার সকালে বিক্ষোভকারীরা ওই এমপির বাড়িতে আগুন দেয়। কোটাপন্থী কর্মী মনোজ জারাঙ্গে পাতিলের অনশন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন ওই এমপি। এরপরই বিক্ষোভের সূত্রপাত।
বিক্ষোভকারীরা এমপি সোলাঙ্কের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িও ভাঙচুর করেছে। চলতি বছর শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে যাওয়া অজিত পাওয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্য তিনি।
এমপি সোলাঙ্ক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘আক্রমণের সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। সৌভাগ্যবশত পরিবারের সদস্য বা কর্মীদের কেউ আহত হয়নি। আমরা নিরাপদ। কিন্তু সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।’
এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিশাল সাদা বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এমপি সোলাঙ্ককে বলতে শোনা যায়, ‘ইস্যুটি (কোটা দাবি এবং এটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে ৪০ দিনের সময় বেঁধে দেওয়া) বাচ্চাদের খেলায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘যে ব্যক্তি একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি (কোটার দাবিতে অনশনরত মনোজ পাতিলকে লক্ষ্য করে), তিনি আজ একজন স্মার্ট লোক হয়ে উঠেছেন!’
এমপির বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে শারদ পাওয়ারের এনসিপি। এটিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলে অভিহিত করেছে তারা। এনসিপির শারদ পাওয়ার অংশের সংসদ সদস্য সুপ্রিয়া সুলে বলেন, ‘এটি মহারাষ্ট্রের ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। আজ বিধায়কের বাড়িতে আগুন লাগানো হয়েছে...স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? এটা তাঁদের দায়িত্ব...।’
গতকাল রোববার শারদ পাওয়ার মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেন, কোটা দাবির বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা মারাঠা সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা এবং উত্তেজনা বাড়িয়েছে। তিনি বলেন, ‘দল হিসেবে...আমাদের অবস্থান পরিষ্কার। অন্য সম্প্রদায়ের স্বার্থে আঘাত না করে মনোজ পাতিলের দাবি পূরণ করা উচিত।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে অগ্নিসংযোগের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘মনোজ পাতিলের খেয়াল রাখা উচিত এই বিক্ষোভ কোন দিকে মোড় নিচ্ছে।...এটি ভুল দিকে যাচ্ছে।’ তাঁর সরকার কোটার বিষয়টি দেখার জন্য একটি বোর্ড গঠন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিকে, মারাঠাদের কোটার দাবিতে চলমান বিক্ষোভের প্রভাব পুনেতে ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচেও পড়েছে। সেখানে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ চলছে। ম্যাচে বিঘ্ন এড়াতে মাঠে রাজনৈতিক বিবৃতি দিতে পারে এমন আশঙ্কায় পুলিশ কালো পোশাক পরা সবাইকে ফিরিয়ে দিচ্ছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির পাশাপাশি মারাঠারাও সরকারি চাকরি এবং শিক্ষায় কোটা সংরক্ষণ চায়।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের সংসদ সদস্য প্রকাশ সোলাঙ্কের বাড়ি ভাঙচুর করেছে ও জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গত ২৫ অক্টোবর থেকে মারাঠিদের জন্য কোটার দাবিতে বিক্ষোভ চলছে। আজ সোমবার সকালে বিক্ষোভকারীরা ওই এমপির বাড়িতে আগুন দেয়। কোটাপন্থী কর্মী মনোজ জারাঙ্গে পাতিলের অনশন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন ওই এমপি। এরপরই বিক্ষোভের সূত্রপাত।
বিক্ষোভকারীরা এমপি সোলাঙ্কের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িও ভাঙচুর করেছে। চলতি বছর শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে যাওয়া অজিত পাওয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্য তিনি।
এমপি সোলাঙ্ক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘আক্রমণের সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। সৌভাগ্যবশত পরিবারের সদস্য বা কর্মীদের কেউ আহত হয়নি। আমরা নিরাপদ। কিন্তু সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।’
এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিশাল সাদা বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এমপি সোলাঙ্ককে বলতে শোনা যায়, ‘ইস্যুটি (কোটা দাবি এবং এটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে ৪০ দিনের সময় বেঁধে দেওয়া) বাচ্চাদের খেলায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘যে ব্যক্তি একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি (কোটার দাবিতে অনশনরত মনোজ পাতিলকে লক্ষ্য করে), তিনি আজ একজন স্মার্ট লোক হয়ে উঠেছেন!’
এমপির বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে শারদ পাওয়ারের এনসিপি। এটিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলে অভিহিত করেছে তারা। এনসিপির শারদ পাওয়ার অংশের সংসদ সদস্য সুপ্রিয়া সুলে বলেন, ‘এটি মহারাষ্ট্রের ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। আজ বিধায়কের বাড়িতে আগুন লাগানো হয়েছে...স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? এটা তাঁদের দায়িত্ব...।’
গতকাল রোববার শারদ পাওয়ার মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেন, কোটা দাবির বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা মারাঠা সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা এবং উত্তেজনা বাড়িয়েছে। তিনি বলেন, ‘দল হিসেবে...আমাদের অবস্থান পরিষ্কার। অন্য সম্প্রদায়ের স্বার্থে আঘাত না করে মনোজ পাতিলের দাবি পূরণ করা উচিত।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে অগ্নিসংযোগের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘মনোজ পাতিলের খেয়াল রাখা উচিত এই বিক্ষোভ কোন দিকে মোড় নিচ্ছে।...এটি ভুল দিকে যাচ্ছে।’ তাঁর সরকার কোটার বিষয়টি দেখার জন্য একটি বোর্ড গঠন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিকে, মারাঠাদের কোটার দাবিতে চলমান বিক্ষোভের প্রভাব পুনেতে ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচেও পড়েছে। সেখানে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ চলছে। ম্যাচে বিঘ্ন এড়াতে মাঠে রাজনৈতিক বিবৃতি দিতে পারে এমন আশঙ্কায় পুলিশ কালো পোশাক পরা সবাইকে ফিরিয়ে দিচ্ছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির পাশাপাশি মারাঠারাও সরকারি চাকরি এবং শিক্ষায় কোটা সংরক্ষণ চায়।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
১ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
৩ ঘণ্টা আগে