বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৬৪৪ বোতল নিষিদ্ধ ঘোষিত কফের সিরাপ ফেনসিডিল জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল নামে ওই কফের ওষুধের বোতলগুলো ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পাচারকারীদেরও আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক কয়েকটি ঘটনায় মোট ৬৪৪ বোতল ফেনসিডিল জব্দ করে বিএসএফ। ভারতীয় মুদ্রায় এর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৩৪ রুপি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, গত ২৫ আগস্ট ঘটে যাওয়া প্রথম ঘটনায় পশ্চিমবঙ্গের হাকিমপুর বর্ডার ফাঁড়িতে মোতায়েন বিএসএফ জওয়ানরা উত্তর ২৪ পরগনা জেলার বিথারি বাজার এলাকা থেকে আসা একটি সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় জওয়ানরা গাড়ির পেছনের সিটের নিচ থেকে ১৯৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় সাবির শেখ নামে উত্তর ২৪ পরগণার এক যুবককে আটক করা হয়েছে।
একই দিনে চালানো আরেক অভিযানে বিএসএফ জওয়ানেরা কালাঞ্চি সীমান্ত ফাঁড়ির কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেন। এ ঘটনায়ও বিএসএফ একজনকে আটক করেছে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
জব্দ ফেনসিডিল ও আটক দুই পাচারকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৬৪৪ বোতল নিষিদ্ধ ঘোষিত কফের সিরাপ ফেনসিডিল জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল নামে ওই কফের ওষুধের বোতলগুলো ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পাচারকারীদেরও আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক কয়েকটি ঘটনায় মোট ৬৪৪ বোতল ফেনসিডিল জব্দ করে বিএসএফ। ভারতীয় মুদ্রায় এর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৩৪ রুপি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, গত ২৫ আগস্ট ঘটে যাওয়া প্রথম ঘটনায় পশ্চিমবঙ্গের হাকিমপুর বর্ডার ফাঁড়িতে মোতায়েন বিএসএফ জওয়ানরা উত্তর ২৪ পরগনা জেলার বিথারি বাজার এলাকা থেকে আসা একটি সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় জওয়ানরা গাড়ির পেছনের সিটের নিচ থেকে ১৯৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় সাবির শেখ নামে উত্তর ২৪ পরগণার এক যুবককে আটক করা হয়েছে।
একই দিনে চালানো আরেক অভিযানে বিএসএফ জওয়ানেরা কালাঞ্চি সীমান্ত ফাঁড়ির কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেন। এ ঘটনায়ও বিএসএফ একজনকে আটক করেছে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
জব্দ ফেনসিডিল ও আটক দুই পাচারকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘ট্রাম্পকে থামান, বিচার বিভাগ বাঁচান’, ‘ট্রাম্প নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাঁকে বেছে নিয়েছেন পুতিন’, ‘ইলন মাস্ককে মঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক’। এগুলো প্ল্যাকার্ডের লেখা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে এসব
৮ ঘণ্টা আগেগত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এ সময় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই কূটনেতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।’ তবে ট্রাম্পের হুমকির পরও তাঁর আলোচনার প্রস্তাব
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত বুধবার রোজ গার্ডেনে আমদানির ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্
৯ ঘণ্টা আগেদীর্ঘ ২৭ বছর পর ফের ভোটাভুটির সাক্ষী থাকল সিপিএমের পার্টি কংগ্রেস। ১৯৯৮ সালে কলকাতার নজরুল মঞ্চে শেষবার কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ এবং সংগঠনে নারীদের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছিল। এবার তামিলনাড়ুর মাদুরাইয়ে নেতা নির্বাচনে ভোটাভুটির করল সিপিএম।
১৩ ঘণ্টা আগে